সব মুছে ফেলেছি

সব মুছে ফেলেছি –
স্থাবর –অস্থাবর;
সকল সম্পত্তি
তিল তিল করে জমিয়ে রাখা সমস্ত অনুভূতি
সব মুছে ফেলেছি –

ইনবক্স, টেক্স, ই-মেইল
ফোন নম্বর, কন্ট্যাক্ট ইনফো, ফেইসবুক আই ডি।
সব মুছে ফেলেছি –
স-ব।

গাল ছুঁয়ে থাকা হাতের স্পর্শ;
ঠোঁটের ভাজে ঠোঁট
বুকের মাঝে সোদা গন্ধ
লেপটে যাওয়া লিপস্টিকের দাগ
উম্মুক্ত বুকে তোমার ঝড় হয়ে ওঠা;
কোমর জড়িয়ে নিবিড় আলিঙ্গন
নাভীর চারপাশে অবাধ বিচরণ
সবুজ চায়ের সাথে মুগ্ধ মুখরতা
গোধূলির ক্লান্ত ছায়ায় উচ্ছ্বল গুনগুন
সুউচ্চ শিখরে আকাশের পানে ছুটে যাওয়া
হার্ডডিস্কে জমিয়ে রাখা সমস্ত ড্রাইভ মুছে দিয়েছি।

এটাচ করার মতোন আর একটা ফাইলো অবশিষ্ট নেই
চোখের সামনে একটাই শব্দ–এরর এরর এরর … ।

_________________________________________

পুরনো কিংবা নতুন, সবটাকেই মুছে ফেলা শিখে নিতে হয়।।
তিনিই আদর্শ মানুষ যিনি সহজে সব কিছু মুছে ফেলতে পারেন !

5 thoughts on “সব মুছে ফেলেছি

  1. আহা !! এমনি করে আমরা অনেকেই যদি জীবনের সিম থেকে সব ইরেজ করে দিতে পারতাম !! জানি না সম্ভব কিনা, তবে ভীষণ ইচ্ছে হঠাৎ করে অপরিচিত হয়ে যেতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. সব মুছে দিতে চাইলেও কি মোছা যায় ?  মনের কাছে ইরেজার অনেক দুর্বল। খুব সুুুন্দর ভাবনা। শুভেচ্ছা।

  3. পুরনো কিংবা নতুন, সবটাকেই মুছে ফেলা শিখে নিতে হয়।।
    তিনিই আদর্শ মানুষ যিনি সহজে সব কিছু মুছে ফেলতে পারেন ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

  4. সত্যিকারার্থে আপনি একজন সাহসী মানুষ। জীবন থেকে সব মুছে ফেলতে আমি ভয় পাই কবি বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  5. পুরনো কিংবা নতুন, সবটাকেই মুছে ফেলা শিখে নিতে হয়।।
    তিনিই আদর্শ মানুষ যিনি সহজে সব কিছু মুছে ফেলতে পারেন !

     

    * না আমি তাকে আদর্শ মানুষ না বলে বরং সার্থক মানুষ বলতে পারি!!!

মন্তব্য প্রধান বন্ধ আছে।