সৌমিত্র চক্রবর্তী’র কবিতা

একটু একটু করে শীত জড়ায়
মায়ায় চাদরে পশমি আদরে,
তুমি আমার দক্ষিণ দুয়ার
খোলা জানলায় মরশুমি
হলুদ ফুলের সুঘ্রাণ।

আজ বিকেল থেকেই
মাথায় ক্রুসেড শুরু হলো,
সারিডন খেলাম আর ফেমোসেড ফর্টি।

এখন মাথায় তীব্র সতীদাহ
তবুও তোমার রেশম সালোয়ার
আর ওড়না বিহীন বুক
আমাকে ছেড়ে যায়নি।

রাস্তায় ছেলেরা ক্রিকেট খেলছে,
কিচির মিচির আওয়াজে
দপদপিয়ে জ্বলছে স্ট্রীট লাইট,
রাস্তায় লীগ শুরু হলো,
শুরু হলো
মাঝবয়সী অন্ধকার সেলিব্রেশন।

জলজ সন্তান খুঁজছে ঘুমের মাঝে ফেলে আসা মাতৃঅতীত,
একমাত্র তুমিই হিসেবের খাতা খুলে
দেখেই চলেছ সমস্ত
বঞ্চনার আদান প্রদান,
তোমার ঠোঁটে ঠোঁট রাখছি
উত্তুঙ্গ দুই স্তনে হাত,
রাত্রিকালীন সন্ধিছায়া
টুপটুপিয়ে ঝরছেই
চারপাশের সব ইচ্ছে আসনে।
শীত জড়াচ্ছে পরম
আদরে জলজ আদিমতায়।’

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

12 thoughts on “সৌমিত্র চক্রবর্তী’র কবিতা

  1. আপনার লেখা অল্প আগের একটা কবিতার ভালো লাগা এখনো মনে লেগে আছে সেটার বিনির্মাণের কারণে। সাধারণ কিছু শব্দকে কৌশলি ব্যবহারের মাধ্যমে অসাধারণ করে তুলেছিলেন। প্রায়শঃ আপনার কবিতায় এটা দেখি। এই কবিতায়ও দেখলাম। চমকপ্রদ কিছু উপমা পেলাম; যেমন  "এখন মাথায় তীব্র সতীদাহ"। নতুন চমকপ্রদ উপমা কবিতাকে সবসময়ই উন্নত করে।

    বিশেষ করে শেষ প্যারাটার অন্তর্গত প্রবাহ (নদির  মতো) আমাকে  মুগ্ধ করেছে। 

     

    1. হাহাহা তাই নাকি মরুভূমি ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুশি হলাম অনেক। ভালোবাসা নিন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সৌমিত্র দাদা, একটা প্রশ্ন হঠাত করেই মনে এসে প্ররল, কবিতা যারা লেখেন তারা কবি নামে পরিচিত। আমার প্রশ্ন এখানেইঃ যারা কবিতা পড়েন তারা কী?https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. তারা সবি। এই সবি না থাকলে কবিই হারায়। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

  3. শীত জড়াচ্ছে পরম
    আদরে জলজ আদিমতায়।’

     

    * অসাধারণ  … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4.  

    আহ ! একটি জীবন্ত কবিতা। 

    শীতের সাথে জড়িত সবগুলো উপাদানে একদম ঠাঁস বুনটে লেখা কবিতা।

    ভালো লাগলো সৌমিত্র দা 

    1. ভালোবাসা কবি জাহিদ ভাই। আপনার মন্তব্য ভীষণ ভালো লাগে। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।