শব্দ বাক্যের চরিত্রহীনতা

থার্ড ক্লাশ!
শব্দের বিচরণে ঘুরে ফিরে আসে
এমন কিছু অসভ্য শ্রেণির মানুষ!
একেবারেই নিম্ন শ্রেণির!
বেহেয়া প্রকৃতির
লজ্জাহীন!
ঠিক কুকুর, বানর আর ধূর্তবাজ শেয়াল!

বয়সই হয়নি! দেখছেন না কী বেয়াদব
বাপ-মা কী কিছুই শেখায়নি
বড়-ছোট কাউকে মানছে না
রাবিশ কোথাকার!
বদমাশ,
চরিত্রহীন
কী নিকৃষ্ট জানোয়ার হয়েই জন্মেছে যেন!!

শয়তান!
এখন দেখে আর অবাক হই না
চরম মিথ্যাবাদী
কথায় কথায় আল্লাহর কসম!
অবাক হওয়ার কিছু নেই
এরকমই তো দেখে আসছি
লজ্জাহীনদের আবার চরিত্র কিসের!!

৭ নভেম্বর@২০১৮

এস কে দোয়েল সম্পর্কে

২০১১ সালের ১৬ এপ্রিল। প্রথম শব্দনীড় ব্লগের মাধ্যমে অনলাইনে লেখালেখির যাত্রা শুরু হয়। তবে লেখালেখির বয়স আজ দেড় যুগ। মনের টানে লেখালেখি করি। জাতীয় পত্রিকাগুলোতে নানান বিষয়ের ওপর লিখি।

10 thoughts on “শব্দ বাক্যের চরিত্রহীনতা

  1. অবাক হওয়ার কিছু নেই
    এরকমই তো দেখে আসছি
    লজ্জাহীনদের আবার চরিত্র কিসের!!

    আপনার লিখা শব্দনীড়ের অনেক পাঠকের পছন্দ মি. দোয়েল। অথচ সেই আপনিই পাঠকদের সময় দেন না। জানি ব্যস্ত থাকেন; তারপরও চাই আপনি লিখুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ শ্রদ্ধেয়। চেষ্টা করবো সময় দিতে। ভালো থাকবেন।

  2. কবিতাটার বুননে কাট কাট ভাব আছে; বাহুল্য বর্জিত। এছাড়া এতে একটা আধুনিক অবয়ব আছে। পাঠক হিসেবে এসবকিছুই আমার ভালো লাগে!   

    1. অনেক ধন্যবাদ। ভালো লাগলো আপনার মন্তব্য। চেষ্টা করবো লেখাটি আরো পরিমার্জিত করতে।

    2. ভালো লাগলো আপনার মন্তব্য। চেষ্টা করবো লেখাটি আরো পরিমার্জিত করতে। ভালোলাগার সাথে ধন্যবাদ জানবেন।

  3. কবি দা এমন ব্যস্ত থাকেন যে কখন আসেন কখন যান বুঝে উঠতে পারি না। ভাল লেখা। :)

    1. ধন্যবাদ দিদি। আসলে সাংবাদিকতার সাথে জড়িয়ে সাহিত্য থেকে সরে পড়েছিলাম।

       

  4. আজকের লিখা পড়লাম। তবে আপনাকে ভীষণ মিস করি দোয়েল ভাই। 

    1. ভালো আছি প্রিয় সৌমিত্র দা। আমারও ভালো লাগছে আপনাকে দেখে। শুভ কামনা সব সময়।

  5. * অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো থাকুন সবসময়… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।