নানা রকম গল্প

নানা রকম গল্প

প্রত্যেকটা মানুষের জীবনেই একটা গল্প থাকে,
কারোটা খুব সাদামাটা
বেশীরভাগ গল্পগুলোই বড্ড জটিল;

সাদামাটা গল্পগুলো সাদামাটা জীবনেই শেষ হয়ে যায়
সাদামাটা ভাবে;

জটিল গল্পগুলো বেশীরভাগ রক্তাক্ত করে
একটা গল্প হয়তো শেষ হয়ে গিয়েছে খুব অল্পতে
কিন্তু তার রেশ রয়ে যায় সারাটা জীবন ধরে;

জটিল গল্পগুলো বেশীরভাগ সংসার কেন্দ্রিক;

কারো বাল্য বিবাহ কারো বয়স বৈষম্য
কারো স্বামী-স্ত্রীর মনোমালিন্য
কোন সংসার পরকীয়ায় আক্রান্ত
আর বিচ্ছেদে দাম্পত্য;

অবহেলিত সন্তানের গল্প বাবা-মায়ের বিচ্ছেদ
কিংবা দুর্ঘটনায় বাবা-মা হারানো
বাবা-মা হারা সন্তানের কষ্ট, পরগাছা হয়ে জীবন যাপন;

অসুখ বিসুখ, শরীর, স্বাস্থ্য
অর্থ, স্বার্থ
রিপুর তাড়না
বিবেকের দংশন
প্রেম, প্রীতি, ভালোবাসা;
প্রতিটা অনুভূতিই এক একটি গল্প তৈরি করে
প্রতিটা গল্পই এক একটা সম্পর্ক তৈরি করে
এক এক ভাবে, এক এক জনের জীবনে
কিছু সুখের সম্পর্ক গড়ার গল্প
আর বেশীরভাগ কষ্টের গল্প,
ভাঙনের গল্প;

ভাঙন
সে নদীরই হোক আর সম্পর্কের,
বড্ড পোড়ায়;
ভাঙন তো চোখের নিমিষে
ভাঙনের গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়
কষ্টের অনুভূতিটা সারাজীবন কাঁদায়।

10 thoughts on “নানা রকম গল্প

  1. ভাঙন তো চোখের নিমিষে
    ভাঙনের গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়
    কষ্টের অনুভূতিটা সারাজীবন কাঁদায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কষ্টের অনুভূতিটা সারাজীবন কাঁদায়। আজকের কবিতা মন ভার হলো জীবন দা।
     

  3. ভাঙন
    সে নদীরই হোক আর সম্পর্কের,
    বড্ড পোড়ায়;

     

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4.  

     

    গল্পের পাতা ওল্টাতে ওল্টাতেই জীবন শেষ হয়ে যায় 

মন্তব্য প্রধান বন্ধ আছে।