একদিন এই শহর জানবে
আমরা প্রেতাত্মা ছিলাম ।
ভালোবাসার খেলায় বুকের নুন
সমুদ্রে ছেড়ে দিয়ে
চোখে চোখ রেখে বলেছি
‘ ভালোবাসি’ ।
আঁধার পার হলে
সময়কে অতিক্রম করে বলি
‘আসলে সব মিথ্যে ছিলো’ –
পাথরের গায়ে যে পাথরকুঁচি গাছ
সে ঠায় দাঁড়িয়ে দেখেছে –
আমাদের এক চুমুক হাসি ০০০
শিল্পকলায় তাকে দেখে দীর্ঘশ্বাস –
আহা এতোক্ষণে সময় হলো বুঝি !
প্রেতাত্মাদের তো রাত থাকে না , না দিন
তবু আমাদের বেড়াল জীবন ০০
একদিন আমার সহ প্রেতাত্মার সাথে
বনের ভেতর হালকা পায়ে চলতে দেখে
এক বালক স্ন্যাপশটে আমাদের মানব মানবী বানিয়ে
আকাশের গায়ে লেপ্টে গিয়েছিলো —
বলেছিলো –
‘তোমরা ঐখানে থাকো – তোমাদের ওখানেই মানায় ”
বাহ ! নান্দনিক কবিতা
ধন্যবাদ জাহিদ । ভালো থাকবেন ।
পাথরের গায়ে যে পাথরকুঁচি গাছ
সে ঠায় দাঁড়িয়ে দেখেছে –
আমাদের এক চুমুক হাসি ০০০
এখানে ০০০ যদি দাঁড়ি যতিচিহ্নের জায়গায় ভুল করে বসে থাকে; ভুল হবে না।
মাঝে মাঝে ভুল ও নান্দনিক । তাই না মুরুব্বী ?
সুন্দর হয়েছে দিদি ভাই।
ধন্যবাদ রিয়া । তোমার আঁকা ছবিগুলো খুব সুন্দর হচ্ছে ।
ভালো থেকো ।
আমাদের বেড়াল জীবন।
* অনেক সুন্দর…
ধন্যবাদ । আশা করি ভালো আছেন । শুভকামনা জানবেন ।
সুখপাঠ্য কবিতা। ভালো লেগেছে; বিশেষ করে কিছু অংশ। যেমন-
"আঁধার পার হলে
সময়কে অতিক্রম করে বলি
‘আসলে সব মিথ্যে ছিলো’ –"
ধন্যবাদ মিড ডে ডেজার্ট । মিড ডে ডেজার্ট মানে কি ? মধ্য দুপুরের মিষ্টি ?
হা হা । ভালো থাকবেন । মজা করলাম । কিছু মনে করবেন না ।