ইন্ধন

নির্বাচন বলতে বুঝি
হৃদয়ের ব্যালট বাক্স লুটপাট
আমার আঙুলে তুমি অমোচনীয় দাগ;
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় স্বৈরচারী প্রেমিকের ঐতিহাসিক বিজয়।

অধিবেশন মানে বুঝি
তুমি রুলিং পার্টি- আমি অপজিশন,
সংবিধান মানে বুঝি- কবিতার খাতা।

হরতাল অর্থ বুঝি- মৌনতা নীরবতা
ভায়োলেন্স মানে বুঝি, যন্ত্রণা-যৌনতা।

প্রেম বলতে আমি বুঝি- প্রেষণ, প্রেরণা
উৎসাহ, উদ্দীপনা অথবা ইন্ধন;
জ্বালাও পোড়াও – হৃদয়ে ভাংচুর।


জাহিদ অনিক
৯/১১/১৮

5 thoughts on “ইন্ধন

  1. 'অধিবেশন মানে বুঝি
    তুমি রুলিং পার্টি- আমি অপজিশন,
    সংবিধান মানে বুঝি- কবিতার খাতা।' এমনটা আমিও বুঝতে চাই মি. জাহিদ অনিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. প্রেম বলতে আমি বুঝি- প্রেষণ, প্রেরণা
    উৎসাহ, উদ্দীপনা অথবা ইন্ধন;
    জ্বালাও পোড়াও – হৃদয়ে ভাংচুর।

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

     

  3. "প্রেম বলতে আমি বুঝি- প্রেষণ, প্রেরণা
    উৎসাহ, উদ্দীপনা অথবা ইন্ধন;
    জ্বালাও পোড়াও – হৃদয়ে ভাংচুর।"– বেশ সুন্দর একটা সংজ্ঞা পেলাম!

মন্তব্য প্রধান বন্ধ আছে।