ঈশ্বরপর্ব

ঈশ্বরপর্ব

ঈশ্বর গঙ্গাস্নানে হরিদ্বারে যান
ধূলি পায়ে একাকী পথে পথে ঘুরে বেড়ান
ঈশ্বর চিঠি লিখে পোস্টারবোর্ডে টাঙিয়ে বলেন,
আর কতদিন এমন একা একা থাকব,
এইবার তুমি আমার হয়ে যাও গো !

এই বলে তিনি ধ্যানস্থ হয়ে লোটা কম্বল নিয়ে
মাদুরে শয়ন করেন, লোকে ভাবে,
উরিব্বাস ! কত কিছু হচ্ছে গো তাঁর ওনার সাথে !

ধীরে ধীরে তাঁর অনন্ত সমাধি হয়, তাঁর আত্মা
শরীর থেকে বেরিয়ে দিকে দিকে মিলিয়ে যায়।

11 thoughts on “ঈশ্বরপর্ব

  1. সহজিয়ায় জটিল সমীকরণ। পরিণতি এখানে একটি দেয়া থাকলেও সাকূল্যে ধরে নেয়া সম্ভব নয় বোন।  

  2. মানুষের দেহ থেকে আত্মা বেরিয়ে যায় মৃত্যুর পর ।
    কিন্তু আত্মার বিনাশ নেই।  আত্মা অজর ও অমর।

    ছেঁড়া কাপড় ছেড়ে মানুষ নতুন কাপড় পরে,
    দেহ ছেড়ে আত্মাও তেমনি নতুন দেহ ধরে।

    সুন্দর উপস্থাপনা। বিষয়বস্তু সুন্দর ও অসাধারণ। কাব্যিকতা ভালো।
    শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
    জয়গুরু!

  3. অনেক সুন্দর একটি কবিতা। কেন যে নিয়মিত আপনার লিখা আসে না জানি না। আপনার মতো শক্তিশালী লেখক শব্দনীড়ের সাথে থাকলে শব্দনীড় অনেক বেশী সমৃদ্ধ হতো। শুভেচ্ছা জানবেন কবি। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।