ইদানিং বড্ড ভয় ভয় করে আমার
চলতে ভয়, বলতে ভয়, নেই অকুতোভয় স্বাধীনতার
দেখার ভয়, সাক্ষ্য দেবার ভয়, মৃত্যুর ভয়; ভয় আর শুধু ভয়
হিংস্র দাবানলে যেন পুড়ছে আমার সভ্যতা! ধাওয়া করছে অস্বাভাবিক মৃত্যুর ভয়।
স্ত্রীকে নিয়ে ভয়, সন্তানকে নিয়ে ভয়, আমার স্বাধীনতার জন্য ভয়
নিজের ভেতর জেগে ওঠা অজানা ভয়; জীবন হয়ে ওঠেছে বিষাদময়
পাড়া প্রতিবেশির জন্য ভয়, সমাজের জন্য ভয়, মাতৃভূমির জন্য ভয়
শ্যামলিমার বুকে অসময়ে হিংস্রতার আস্ফালনের ভয়, জন্ম নিচ্ছে শত শত ভয়।
ভয় হয় আতিকুলের মতো ভ্যান চালকদের জন্য;
যারা স্বপ্ন দেখে রক্তবিকিয়ে সন্তানের উচ্চশিক্ষায় হতে অনন্য,
ভয় হয় বিপথগামী তরুণ সমাজের জন্য-
যারা বাবার ঘামের বিনিময়ে উপার্জিত অর্থে ভোগ করে কর্মে লিপ্ত হয় জঘন্য।
ভয় হয় আমার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হবার
ভয় হয় দেশ প্রেমের মিথ্যে অভিনয়ে অসাধুদের সুবিধা লুটে নেবার
ভয় হয় কিছু কুলাঙ্গারে র আস্ফালনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস হারাবার
ভয় হয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বিভক্ত হবার।
যারা হিংস্রতার জন্ম দেয় তারা কারো মিত্র নয়
যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে প্রশ্নবিদ্ধ করে দেয়, তারা কারো বন্ধু নয়;
আসুন সম্প্রীতির বন্ধনে মানবতার বিজয় নিশান উড়িয়ে
আমরা হবো অমর; উচ্চারিত হোক এক দীপ্ত অহংকারে।
আসুন সম্প্রীতির বন্ধনে মানবতার বিজয় নিশান উড়িয়ে
আমরা হবো অমর; উচ্চারিত হোক এক দীপ্ত অহংকারে। অভিনন্দন কবি।
* প্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, কৃতজ্ঞতা অশেষ….
অনেকদিন পর আপনার কবিতা পাঠে মুগ্ধ হলাম কবি দিলওয়ার ভাই। শুভেচ্ছা।
* সুমন ভাই, অনেক অনেক ধন্যবাদ….
নিয়মিত হবার আপ্রাণ চেষ্টা করেও বারবার ব্যর্থ হই।
সুন্দর কবিতা।
* ধন্যবাদ সুপ্রিয়….
শুভেচ্ছা রইলো কবি হুসাইন ভাই।
* ধন্যবাদ সুপ্রিয়….
দারুণ কবি দিলওয়ার হুসাইন ভাই।
* ধন্যবাদ প্রিয় কবি দা….