অবহেলিত, একতরফা
কিছু কিছু ভালোবাসা একপেশে
কিছু কিছু খুব বেশী একতরফা,
সে বাবা মার ভালোবাসাই হোক কিংবা সন্তানের
কিংবা ভাই বোন আত্মীয় পরিজনের
আর নয়তো প্রেমিক প্রেমিকার
কিংবা স্বামী স্ত্রীর;
একই বাবা মায়ের সন্তানদের মধ্যে কেও থাকে দুধে ভাতে
কেও বাবা মায়ের সাথে ডাল ভাতে এক থালে এক পাতে
একজন থাকে চরম অবহেলিত হাঁড়িচাচে;
দুধভাত, ডালভাত ভাই বোনগুলো ভালো মন্দে মিলে মিশে থাকে একসাথে
অবহেলিত চিরকালই বাবা-মা ভাই-বোন থেকে অনেক দূরে,
তবুও সংসারের প্রয়োজনে এরাই হাল ধরে একপেশে
একতরফা সয়ে যায় মুখ বুজে,
সাধারণত সংসারের বড় সন্তানগুলোকে কলুর বলদ বলে;
যারা একতরফা পেয়ে অভ্যস্ত তারা পেতেই থাকে,
টাকা পয়সা, অর্থ বিত্ত
প্রেমিক/প্রেমিকা কিংবা স্বামী/স্ত্রীর ভালোবাসা,
চারিদিক থেকে ভালোবাসার বৃষ্টিতে এরা সিক্ত থাকে
আর মাঝে মাঝে চারিদিক ভেজায় স্বার্থ বৃষ্টিতে;
অবহেলিত একতরফা সয়ে যাওয়া মানুষটি
হয়তো একপেশে ভালোবাসায় ডুবে,
প্রেমিক/প্রেমিকা এরা কোথায় পাবে?
মাঝে মধ্যে স্বামী/স্ত্রীর সাথে,
সংসার ঘানি টেনে কখনো সময় পেলে;
একপেশে পাওয়ার দলের মানুষগুলোকে দেখতে পাচ্ছ?
আয়না দেখ,
একতরফা সয়ে যাওয়া মানুষ দেখেছ?
আমায় দেখ।
চারিদিক থেকে ভালোবাসার বৃষ্টিতে এরা সিক্ত থাকে
আর মাঝে মাঝে চারিদিক ভেজায় স্বার্থ বৃষ্টিতে;
অবহেলিত একতরফা সয়ে যাওয়া মানুষটি
হয়তো একপেশে ভালোবাসায় ডুবে।
ধন্যবাদ ভাই
যাযাবর কবি'র জীবনানুভূতি। অসাধারণ জীবন বাবু।

ধন্যবাদ রিয়া
নিঃসন্দেহে সার্থক কবিতা।
ধন্যবাদ দাদা
* জীবন নির্ভর কবিতা…
ধন্যবাদ ভাই