অবহেলিত, একতরফা

অবহেলিত, একতরফা

কিছু কিছু ভালোবাসা একপেশে
কিছু কিছু খুব বেশী একতরফা,
সে বাবা মার ভালোবাসাই হোক কিংবা সন্তানের
কিংবা ভাই বোন আত্মীয় পরিজনের
আর নয়তো প্রেমিক প্রেমিকার
কিংবা স্বামী স্ত্রীর;

একই বাবা মায়ের সন্তানদের মধ্যে কেও থাকে দুধে ভাতে
কেও বাবা মায়ের সাথে ডাল ভাতে এক থালে এক পাতে
একজন থাকে চরম অবহেলিত হাঁড়িচাচে;
দুধভাত, ডালভাত ভাই বোনগুলো ভালো মন্দে মিলে মিশে থাকে একসাথে
অবহেলিত চিরকালই বাবা-মা ভাই-বোন থেকে অনেক দূরে,
তবুও সংসারের প্রয়োজনে এরাই হাল ধরে একপেশে
একতরফা সয়ে যায় মুখ বুজে,
সাধারণত সংসারের বড় সন্তানগুলোকে কলুর বলদ বলে;

যারা একতরফা পেয়ে অভ্যস্ত তারা পেতেই থাকে,
টাকা পয়সা, অর্থ বিত্ত
প্রেমিক/প্রেমিকা কিংবা স্বামী/স্ত্রীর ভালোবাসা,
চারিদিক থেকে ভালোবাসার বৃষ্টিতে এরা সিক্ত থাকে
আর মাঝে মাঝে চারিদিক ভেজায় স্বার্থ বৃষ্টিতে;
অবহেলিত একতরফা সয়ে যাওয়া মানুষটি
হয়তো একপেশে ভালোবাসায় ডুবে,
প্রেমিক/প্রেমিকা এরা কোথায় পাবে?
মাঝে মধ্যে স্বামী/স্ত্রীর সাথে,
সংসার ঘানি টেনে কখনো সময় পেলে;

একপেশে পাওয়ার দলের মানুষগুলোকে দেখতে পাচ্ছ?
আয়না দেখ,
একতরফা সয়ে যাওয়া মানুষ দেখেছ?
আমায় দেখ।

8 thoughts on “অবহেলিত, একতরফা

  1. চারিদিক থেকে ভালোবাসার বৃষ্টিতে এরা সিক্ত থাকে
    আর মাঝে মাঝে চারিদিক ভেজায় স্বার্থ বৃষ্টিতে;
    অবহেলিত একতরফা সয়ে যাওয়া মানুষটি
    হয়তো একপেশে ভালোবাসায় ডুবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।