মানবতার খোঁজে

গিয়েছিলাম একটুকরো মানবতার খোঁজে
তোমাদের ঐ ঘুণে ধরা ভঙ্গুর জনপদে,
অলিগলি ঘুরেছি, শহর থেকে শহরে ছুটেছি
আর বিপন্ন মানবতাকে পথে প্রান্তরে দেখেছি ৷

কখনো শ্বেতাঙ্গে রুপে কৃষ্ণাঙ্গ হত্যা করেছি,
Isis এর দায়ে সিরিয়াকে জ্বলতে দেখেছি,
বোমা মজুদের দায়ে ইরাক জ্বলতে দেখেছি
লাদেনের খোঁজে সারা আফগান পুড়িয়েছি ৷

নিজ ঘরে পরবাসী ফিলিস্তিনের যুদ্ধ দেখেছি
কোহিনুর স্বার্থে ভারত পাকিস্তান দ্বন্দ দেখেছি ,
মায়ানমারের বীভৎস রুপ দেখে প্রশ্ন জাগে মনে
জাতিসংঘ,মানবাধিকার সংস্থা কেনো মুখ লুকিয়ে ?

কাঁটাতারে ফেলানিকে দেখে প্রেস ব্রিফিং করেছো
আর কাঁটাতারের এপার ওপার মানবতা খুঁজেছো,
মানবতার মুখোশে প্রতিনিয়ত মানবদরদী সাজো ৷

তনু হত্যার দায়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে রেখেছি
আর নষ্টা, কুলোটা অপবাদ দিয়ে আত্মরক্ষা করেছি ৷
দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজাকে রক্তাক্ত হতে দেখেছি,
বিবেক, মনুষত্বের চোখে কালো কাপড় বেঁধেছি
আর মুখে কুলুপ এঁটে নিজে বেঁচে চুপ থেকেছি ৷

বিবেক, মনুষ্যত্ব, মানবতা আজ icu তে বন্দী
অথচ ব্যানার ফেস্টুন আমরা প্রতিবাদী সাজি
আর প্রতিনিয়ত সমব্যাথীর অভিনয় করে চলি
আসলে আমরা মনুষ্যত্বহীন মানুষের অবয়ব চলি ৷

6 thoughts on “মানবতার খোঁজে

  1. বিবেক, মনুষ্যত্ব, মানবতা আজ icu তে বন্দী
    অথচ ব্যানার ফেস্টুন আমরা প্রতিবাদী সাজি। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।