চলছে গাড়ী বেপরোয়া,
শত জীবন যাচ্ছে খোয়া।
সেইতো উড়ছে কালো ধোয়া,
কি লাভ তবে আইন হওয়া?
করবে যদি যার যা খুশী,
ধরা ছোয়ার বাইরে দোষী!
আর ওই উঁচু তলায় বসি,
হাসবে ওরা সুখের হাঁসি?
আইন আছে শাসন কোথায়?
বিজ্ঞাপনে শোনায় অভয়।
অকালে ওই প্রাণ গুলো যায়,
নিয়ম তখন খাটের তলায়?
নীতিবাক্য পুঁজি করে,
অসৎ লোকে দেশটা ভরে।
সততা তো যায়নি মরে,
জ্যান্ত তাঁরে পাঠায় গোরে!
সেইতো উল্টো লেনেই বহর,
করণ ওরা ক্ষমতাধর।
বেপরোয়া ভীড়ের শহর,
নিয়ম কবে পাবে কদর?
আইন আছে শাসন কোথায়?
বিজ্ঞাপনে শোনায় অভয়।
অকালে ওই প্রাণ গুলো যায়,
নিয়ম তখন খাটের তলায়? …
অনেক অনেক ধন্যবাদ মুরুব্বী।
ভাল থাকবেন।
নগর জীবনের নাগরিক যন্ত্রণা। ভুলে গেলে চলবে না কবি বাবু দা এটা থাকবেই।
ঠিক বলেছেন দিদি।
ভাল থাকবেন। অনেক ধন্যবাদ।
বেপরোয়া ভীড়ের শহর সব সময় বেপরোয়াই থাকবে বাবু ভাই।
তবে নীরবতা কোথায় পাব দাদা?
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।