প্রিয়তমা
তোমাকে যে আসতেই হবে ফিরে
আজ না হোক অন্য ছুটির দিনে ৷
তোমার ছুটির দিন ব্যাস্ত থাকে
তোমার পরিবার আর সন্তানে,
আর আমার ছুটির দিন কাটে
তোমায় ভেবে আর স্বপ্ন দেখে ৷
তোমাকে যে আসতেই হবে ফিরে
আজ নাহোক অন্য ছুটির দিনে ৷
বিয়ের প্রস্তুতি বিছানায় পরে আছে
একটু দুরেই আমার দেহটা পরে,
পুরোহিতও আজ বাহিরেই বসে
আমার শবএর শেষকৃত্য করবে ৷
তোমাকে যে আসতেই হবে ফিরে
কফিনে যখন আমাকে রাখা হবে ৷
কফিনে বিদায়ী ফুলগুলে থেকে
তুমি সাদা গোলাপটা নিও তুলে,
জেনো লাল ফুলটাই সাদা হয়েছে
আমার চোখের জলে ধুয়ে ধুয়ে ৷
নতুন মুকুল আসবে গাছে গাছে
আবার ঠিকই ঝড়েও পড়ে যাবে,
তবু আমি বসেই থাকবো সেখানে
তোমাকে না নিয়ে ফিরবো কি করে,
আমার হাতছানি পারবেনা এড়াতে
আমার সাথেই যাবে শেষ গন্তব্যে ৷
অপ্রত্যাশিত নিয়তি। তবে নিয়তি ঠিক শব্দ হলো না। এক বুক দুঃখ আঁধার।
বিমর্ষতা ভুলে যান কবি মোস্তাক ভাই। সুখ দুঃখ আমাদের একান্ত আপন। বাকি সব পর।
আনন্দে এবং নিরাপদ ভালোবাসায় বেঁচে থাকুন কবি দা। একটাই তো জীবন।