অনন্যা


মনে ছিল কষ্ট জমা
ভালোবাসা দেহে,
বুঝেও আমি বুঝিনি গো
আবেগী সেই মোহে।

বাহির জুড়ে দারুণ প্রীতি
ভেতর ভরা ক্ষত,
উজাড় করে দিয়েছিলে
ধৈর্য ছিল যত।

নিঃস্ব হয়ে সপেছিলে
পৃথিবীর সব সুখ,
ঘুনাক্ষরেও বুঝতে দাওনি
কষ্টে ভরা বুক।

আজকে যখন নিঃসঙ্গতায়
সময় করছি পার,
তোমার মহত্ত্বতার কাছে
মানতে হচ্ছে হার।

তোমার মত মহৎ উদার
নয় জগতে কেহ,
ভেতর জুড়ে কষ্ট ছিল
প্রেমে ভরা দেহ।

8 thoughts on “অনন্যা

  1. কবিতায় ছন্দানুভব বা ছন্দ অনুভবের কবিতা। ফ্যান্টাস্টিক মি. নূর ইমাম শেখ বাবু।

    1. অনেক ধন্যবাদ শুভ কামনা ও অনিনন্দন।

      ভাল থাকবেন সর্বক্ষণ।

    1. অনেক ধন্যবাদ শুভ কামনা ও অনিনন্দন।

      ভাল থাকবেন সর্বক্ষণ।

    1. অনেক ধন্যবাদ শুভ কামনা ও অনিনন্দন।

      ভাল থাকবেন সর্বক্ষণ।

    1. অনেক ধন্যবাদ শুভ কামনা ও অনিনন্দন।

      ভাল থাকবেন সর্বক্ষণ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।