সন্ধ্যা বেলার কামিনী

স্বপন সঘন বিরহ মগন
সন্ধ্যা বেলার কামিনী
দিলাম তোমায় উপহার আমি
সাজাতে বাসর যামিনী।

লিখেছি আমার বিরহ লিপি
বরষা মগন দু’চোখে
তবুও তোমায় বাঁধতে পারিনি
দিয়েছ ব্যাথা এ বুকে।

কত নিশি যায়, রাত ভোর হয়
বরিষণ হয় সারা
শূন্য এ বুকে ফিরে তো আসো না
নয়ন অশ্রু হারা।

10 thoughts on “সন্ধ্যা বেলার কামিনী

  1. ইহাও একখানা গীতিকাব্য বলিয়া মনে হইলো বন্ধু। শুভসন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বিরহ লিপি পড়লাম। অনেক সুন্দর লিখছেন বা লিখেছেন খালিদ ভাই। এগিয়ে চলুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

    1. অনেক অনেক আগে যখন পূর্ব দিকে সুয্যি মামা উদয় হইতেন তখনকার লেখা। আমার গানের পাখি উড়ে যাবার পর আমার কলম থেমে গেছে দাদা।

  3. অশ্রুহারা নয়নের প্রতি সমবেদনা  — গীতিকাবব্যখানি সুন্দর হয়েছে ।

  4. * অনেক সুন্দর গীতবাণী পড়লাম কিন্তু শোনার অপেক্ষায় রইলাম… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।