প্রতীক্ষা

কেউ আমাকে আজীবন প্রতিদিন ভালবাসবে-
কিংবা আমিও ভালবাসব দিন দিন প্রতিদিন;
ভালবাসায় এমন গতানুগতিকতা বড্ড অপছন্দ আমার।
প্রেম প্রতিদিন থাকে না-
ভালোবাসা সব বেলাতে আসে না।
হুট করে চলে আসে,
সকালে অথবা রাতে কিংবা দুপুরে।

ভালোবাসার জন্য অপেক্ষা করতে রাজি আছি
বছর, যুগ এমনকি শতাব্দী;
দোহাই লাগে-
কেউ যেন বলতে চেয়ো না
ভালোবাসা একটি ক্রমাগত অবিচ্ছিন্ন এবং ক্রমবর্ধমান প্রক্রিয়া;
প্রতিদিন, প্রতিরাতে ভালবাসতে হয় না।

হঠাত দশ বছর পরে,
আজ যদি কেউ ভেবে থাকে আমাকে তার পড়ছে মনে
খুব আমাকে দেখতে ইচ্ছে করছে
মাত্রাভুলে আমাকে একটা চুমু খেতে চাইছে;
চলো এসো, দিয়ে যাও তোমার দশ বছরের সঞ্চিত চুম্বন
আমিও হয়ত অধীর আগ্রহে তোমার চুম্বনের অপেক্ষাতেই প্রতীক্ষিত।

যদি ভালবাসো- যদি ভালবাসতে জানো
দীর্ঘদিনের অনভ্যাসেও যদি না ভুলে যাও নাম
এসো যুবক তবে, এসো চুম্বন তোমার ন্যায্য প্রাপ্য।
এসো প্রথমা, তোমার চুলে আমার হাত বিলি কাটুক
তোমার প্রাপ্য ভালোবাসা, এসো তুমি বুঝে নাও।

———————–

12 thoughts on “প্রতীক্ষা

  1. সব সময়ই আপনার লেখা পড়লে মনে এক ধরণের অনুভূতি হয়। ভাল লাগা। :)

    1.  

      ধন্যবাদ রিয়া দি'ভাই। 
      মন্তব্যে পেয়ে ভালো লাগছে। 
      শুভ রাত্রি। 

  2. চলো এসো, দিয়ে যাও তোমার দশ বছরের সঞ্চিত চুম্বন
    আমিও হয়ত অধীর আগ্রহে তোমার চুম্বনের অপেক্ষাতেই প্রতীক্ষিত। ওয়াও জাহিদ ভাই। মুগ্ধ। :)

  3. সাধারণের বাহিরে যাহা তাহাই অসাধারণ। আপনার লিখাও তাই মি. জাহিদ অনিক।

    1.  

      ধন্যবাদ মুরুব্বী। 
      ভালো থাকুন। শব্দনীড় মুখরিত হোক। 

  4. অপূর্ব অনুভব !  বরাবরের মতোই মুগ্ধতা ছড়ানো । শুভকামনা কবি। 

  5. এসো প্রথমা, তোমার চুলে আমার হাত বিলি কাটুক
    তোমার প্রাপ্য ভালোবাসা, এসো তুমি বুঝে নাও।

     

    * অপূর্ব প্রকাশ…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    শুভ কামনা নিরন্তর।

  6. দারুণ লেখা, বিশেষ করে শেষটা অত্যন্ত আবেদনময়। শুভেচ্ছা রইলো।    

    1.  

      ধন্যবাদ প্রিয় অর্ক।
      মন্তব্যে ভালোলাগা রইলো। 
      শুভেচ্ছা ও কৃতজ্ঞতা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।