টান


মনে টানে মন
দেহে টানে দেহ,
স্বপ্নের টানে আশা জাগে
মায়ার টানে স্নেহ।

পাপের টানে পাপ
পুণ্যের টানে পুণ্য,
ধনীকে দেয় সব বিলিয়ে
ভিক্ষার থালা শূন্য!

আকাশ টানে মেঘ
মেঘের টানে বৃষ্টি,
অন্ধ হলে পদদলিত
থেকে কি লাভ দৃষ্টি?

মরু টানে বালু
বালুর টানে পাহাড়,
ভক্তিতে কি মিলবে মুক্তি
বিবেক যখন অসাড়?

সূর্যের টানে পৃথিবী
পৃথিবীর টানে চাঁদ,
দেহের তৃপ্তি বিষাদ করে
হৃদয়ের অবসাদ।

জীবন টানে জীবন
মরণ চায়না কেহ,
ক্ষনিকের সুখ ভূলিয়ে দেয়
পরকালের স্নেহ।

সুখে টানে সুখ
স্বপ্নের টানে জীবন,
তৃপ্ত আত্মা শূন্যে ভাসে
কালের টানে মরণ।

ব্যথার টানে ব্যথা
ভক্তির টানে মুক্তি,
বিবেক মনের আশা টানে
কথায় টানে যুক্তি।

সাগর টানে স্রোত
স্রোতের টানে ঢেউ,
ঢেউয়ে ভাসছে মানবতা
খোঁজ রাখেনা কেউ!

10 thoughts on “টান

  1. যুক্তি নির্ভর কাট্ কাট্ লিখাটি নিঃসন্দেহে ভালো হয়েছে। যার বোঝার সে বুঝবে অন্যেরা পড়বে। :) শুভ সকাল মি. নূর ইমাম শেখ বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী।
      শুভ কামনা ও অভিনন্দন জানবেন।
      ভাল থাকবেন।

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবিজি।
      শুভ কামনা ও অভিনন্দন জানবেন।
      ভাল থাকবেন।

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয়।
      শুভ কামনা ও অভিনন্দন জানবেন।
      ভাল থাকবেন।

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয় দিদি।
      শুভ কামনা ও অভিনন্দন জানবেন।
      ভাল থাকবেন।

      আমার লেখা মোটেও সুন্দর নয় গো দিদি!

  2. প্রচ্ছদের ছবি দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif সার্বিক সুন্দর হয়েছে বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আসলে কি দাদা বিষয়ভিত্তিক ছবি পাচ্ছিলাম না।

      ঘুমে চোখ ভেঙ্গে যাচ্ছিল। তাই এমনটা হয়েছে। তাড়াহুড়ার কাজ যেমন হয় আর কি।

      ভাল থাকবেন চক্রবর্তী দা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।