বাংলার বাঁশ

বাংলার বাঁশ

বাংলার বাঁশ তুমি জীবনসঙ্গী
আছো আমাদের নিশ্বাসে বিশ্বাসে,
তুমি শুধু বনেজঙ্গলেই নও
আছো আমাদের জীবনে মিশে।

থাকবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
তুমি যেখানে সেখানে সবখানে,
ঘরে বাইরে দালান কোঠায়
তুমি শ্মশানে কবরস্থানে গোরস্তানে।

বাঁশ তুমি অফিসে আদালতে
ব্যবসা বাণিজ্যে কোট কাচারিতে,
তুমি আছো শয়নে স্বপনে
রাগে ক্ষোভে দেশের রাজনীতিতে।

তুমি আছো বিশেষ প্রয়োজনে
ব্যবসায়ীরা বাঁশের ব্যবসা করে,
ঠিকাদার রডের বদলে তোমায়
দেশের আনাচে-কানাচে রাস্তায় ভরে।

তুমি বাঁশ শুধু রাস্তায় নও
তুমি মানুষের হৃদয় জুড়ে,
রাগের মাথায় কেউবা আবার
বাঁশ তোমাকে দিচ্ছে পুরে।

তুমি থাকো হামলা হাঙ্গামায়
থাকো ঝগড়া বিবাদ মারামারিতে,
থাকো মানুষের কথায় কথায়
দেখি অযথা অকারণে বাঁশ দিতে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

8 thoughts on “বাংলার বাঁশ

  1. তুমি আছো শয়নে স্বপনে … রাগে ক্ষোভে দেশের রাজনীতিতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য চিরকৃতজ্ঞ। ইদানীং আমি মোবাইল সমস্যায় আছি। তাই ফেসবুক সহ অন্যান্য সাইটগুলোতে রীতিমত সক্রিয় থাকতে পারছি না। এই সমসাময়িক সমস্যা বোধ করি অচিরেই সেরে যাবে। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনীয় ।

  2. বাঁশ কে জাতীয়করণ না করে ভারতবর্ষীয়করণ করা উচিত নিতাই দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ভারতবর্ষীয় কেন দিদি? বাঁশকে আমাদের দেশে জাতীয়করণ করা হোক না! জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, জাতীয় পশু বাঘ, জাতীয় পাখি দোয়াল। এগূলোর সাথে মিল রেখে জাতীয় গাছ বাঁশকে বেছে নিলে কেমন হয় দিদি?

  3. থাকবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
    তুমি যেখানে সেখানে সবখানে। 

    বাঁশের ব্যবহার সর্বত্র। কেমন আছেন নিতাই দা? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

    1. বেশি ভালো নেই শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। হাতে থাকা ছোট্ট যন্ত্র মোবাইল সমস্যায় ভুগছি । তাই ব্লগে বেশি থাকতে পরছি না।

মন্তব্য প্রধান বন্ধ আছে।