মাশরাফির মাঠ


খেলার মাঠ আর রাজনীতির মাঠ
নয়তো বেশী দূরে,
মাশরাফি তা জানিয়ে দিলেন
দেশের সকলেরে।

জনপ্রিয়তার শীর্ষে আসন
দেশকে ভালোবেসে,
তাইতো তোমায় স্যালুট জানায়
দুঃখী লোকেও হেসে।

খেলার মাঠে ঝড় তুলেছো
ছিনিয়ে এনেছো জয়,
রাজনীতিতে দুর্নাম বেশী
সুনাম কমই হয়।

নিজের স্বার্থে তোমায় যারা
করছে ব্যবহার,
শুধু তারাই বলছে আজকে
দারুণ চমৎকার।

মাশরাফি গো আগে ছিলে
ষোল কোটির নেতা,
এখন নেতা সে কজনের
যে কয় ভোটে জেতা।

6 thoughts on “মাশরাফির মাঠ

  1. রাজনীতিতে দুর্নাম বেশী সুনাম কমই হয়।
    জানিনা মি. মাশরাফি আত্মহননের পথ বেছে নিলেন কিনা !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী।

      ভাল থাকবেন সর্বক্ষণ।

    1. অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি।

      ভাল থাকবেন সর্বক্ষণ।

  2. বাংলাদেশের ক্রিকেটের জন্য মাশরাফিকে জেনেছি। তার মতো মানুষের রাজনীতি মানায় না। দেশের তিনি; দশের না। 

    1. অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় চক্রবর্তী দা।

      ভাল থাকবেন সর্বক্ষণ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।