সময়
সময়কে ধরতে পেরেছে কে?
ধরার আগেই সময় বয়ে গেছে, কালের বাঁকে;
আনন্দের মুহুর্তগুলো চোখের নিমিষেই উধাও
বেদনার সময়গুলো খুব ধীরে কাটে, তবে বয়ে যায়
শুধুমাত্র স্মৃতিগুলো রয়ে যায়,
সুখ, দুঃখ, আনন্দ, বেদনার সব স্মৃতিগুলো
মনের খাতায়,
মানুষের সাধ্য কি সময়কে ধরার?
তুই সময় ধরতে গিয়ে কান্না ধরেছিস
আমি অন্ধকার ধরতে গিয়ে রাত
ভালোবাসার কমতি ছিলো না কারো মনেই
তবুও কেও কারো ধরতে পারি নি হাত;
দেখিস! একদিন ঠিক আমরা সময় ধরব দুজনে
আর হারিয়ে যাব, কালের স্মৃতি হয়ে;
মাটির দুটি ঘরে দুজন গভীর ঘুমে
ওখানে নিশ্চয়ই সময় স্থির হয়ে রবে।
কবিতার শেষে এসে মনটা কেমন যেন আকুল হয়ে উঠলো প্রিয় নির্বাসনের মানুষ।
কেন মুরুব্বী?
ঐটাই তো নিয়তি
পরিপাটি কবিতাটি অনন্য হয়েছে যাযাবর ভাই।
ধন্যবাদ দাদা
বিমুগ্ধতা জীবন কবি।
ধন্যবাদ রিয়া