ঈশ্বর সর্বাগ্রে মানুষ বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং মানুষের সুন্দর জীবনযাপনের নির্দেশীকা হিসেবে ধর্মকে মানুষের পিছনে রেখেছেন।
কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে সামনে নিয়ে এসে মানুষকে পিছনে ফেলে দেয়!
এই পৃথিবীতে যত মসজিদ-মন্দির-গীর্জা বা যে কোনো ধরণের উপাসনালয়ের প্রতি আমার নিরন্তর একই ভালবাসা, কারণ আমি জানি মানুষ সেখানে ভিন্ন ভিন্ন নামে ডাকলেও একই ঈশ্বরের উপাসনাই করে।
___________________________
#একজনই_তিনি_তিন_লাইনের_অণুগল্প
Photo Credit: Rumi
ঈশ্বর সর্বাগ্রে। ঈশ্বরের আবাহন অনস্বীকার্য। অসামান্য অনুভব মি. মামুন।
আপনার অনুভবের সাথে সহমত পোষণ করছি। ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা..

কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে সামনে নিয়ে এসে মানুষকে পিছনে ফেলে দেয়!
কথাটি সত্য মহ. আল মামুন ভাই। নন্দিত শুভেচ্ছা।
আমি আমার এই বয়স পর্যন্ত জীবদ্দশায় বুঝতে শেখার পর থেকে ধর্মকে ব্যবহৃত হতেই দেখেছি কেবল। ধন্যবাদ সহমত পোষণ করার জন্য প্রিয় কবিদা'
শুভেচ্ছা…

আপনার তিন লাইনের গল্পের বিশেষ ভক্ত আমি প্রিয় গল্প দা। শুভেচ্ছা।
আপনার এই অনুভূতি আমার লেখার জন্য প্রেরণাদায়ক প্রিয় রিয়াদি'
শুভেচ্ছা রইলো।