9 thoughts on “কিছু ছবি … ৩

  1. অন্যান্য সব ছবি গুলোর মতো এই ছবিটিও খুউব ভালো লাগলো আমার কাছে। অভিনন্দন খেয়ালী ভাই। চলুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. ব্যাকগ্রাউণ্ড ব্ল্যাক হওয়ায় এই ছবিটি অসাধারণ ফুটেছে। গুড জব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

  3. সুন্দর সব ফুলের ছবি।
    ছবির সাথে ফুলের নাম বা দুই-একটি কথা জুড়ে দিলো আরো ভালো হতো।

  4. আমার কাছে তো প্রত্যেকটি ছবি ভাল লাগলে প্রিয় মন দা। ছবির সাথে নাম, লোকেশন আর ডিভাইসের নাম যুক্ত করে দিলে আপনার পোস্ট আরও সুন্দর হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।