হারা বাবু
হারা বাবু
হেসে কাবু
বলতে তার নাম।
খুবই পেটুক
চলতো হেতুক
অজানা তার কাম।।
গোঁফ বোঝা
চলতে সোজা
মুখের ওপর জ্যাম।
নিলে আহার
ব্যস্ত তাহার
ঠোঁটে মারে ল্যাম।।
যাইতে অফিস
নিতো একপিস
খাবার টিফিন হাতে।
নিতো শক্তি
করতো ভক্তি
বাবার ছবি টাতে।।
বেজায় কঠিন
ছিলো সেদিন
রঙের ঢঙের কাম।
আজব কথা
দেখি তথা
ব্যস্ত খুঁজে নাম।।
হাস্য রস পূর্ণ লিখাটি পড়ে ভালো লাগলো কবি মি. কালাম হাবিব।
শুভেচ্ছা জানাই প্রিয় পাঠ!
বাহ্ বাহ্ কবি কালাম ভাই। লিখাটি পড়ে আনন্দ পেলাম।
আমিও ধন্য হলাম!
শুভেচ্ছা রইলো !
হাহাহা। এই না হলে হারা বাবু !!
কেমন লাগলো প্রিয় পাঠক হারা বাবুর পদ্য?
নিশ্চয়ই ভালো লাগলো!