১৯৭১- এন্টি-মেরিডিয়েম ২

১৯৭১- এন্টি-মেরিডিয়েম ২

তখন ছিলো রাত দু’টা
ঘুমিয়ে পড়েছে সবাই
দ্বীপালির চোখে ঘুম নেই
বিজয় আসতে বাকি যে দিন কটা?

বিছানা থেকে জানালায়
আকাশের দিকে তাকায়

বিশালাকার পূর্ণিমা চাঁদ
রাত্রি জেগে রয়

সাদা সাদা মেঘ
উড়ে চলে যায়

মাঝে চাঁদটাকে
ঢেকে দিয়ে যায়

কিসের শব্দ হলো?

একটি জিপ এসে থামলো
খটমট খটমট কালো বুটের আওয়াজ
দরজায় লাথি
রাইফেল তাঁক
হুংকারে চেচিয়ে উঠলো
“বান্ধ কারো বাকওয়াজ”

দুম! দুম!! দুম!!!
লুটিয়ে পড়লো বাবা-মা- ভাই
খুন হয়েই হয়ে গেল গুম

ভয়ে জড়োসড়ো দ্বীপা
ওদিকে লোলুপ চোখে
গোঁফ ছোঁয় জিহ্বা
টেনে তুলে নিলো জীপে
ব্যারাকে সব যাবে নিভে

জীপ চলে গেলো

পূর্ণিমা চাঁদ তবুও
রাত্রি জেগে রয়

সাদা সাদা মেঘ
উড়ে চলে যায়

মাঝে মাঝে চাঁদটাকে
ঢেকে দিয়ে যায়।

3 thoughts on “১৯৭১- এন্টি-মেরিডিয়েম ২

  1. সহজ বোধনের ঘটনাবলীর অসাধারণ প্রকাশ। অভিনন্দন প্রিয় মানুষ মি. ইলহাম।

    শিরোনাম এর অর্থ খণ্ড: অ্যান্টি মানে হচ্ছে আগে এবং পোস্ট মানে হচ্ছে পরে। এবং মেরিডিয়েম শব্দটি লাতিন শব্দ ‘মেরিডিস’ থেকে এসেছে। যার অর্থ মধ্যভাগ বা মধ্যাহ্ন। অর্থাৎ অ্যান্টি মেরিডিয়েম হল মধ্যাহ্নের আগে এবং পোস্ট মেরিডিয়েম হল মধ্যাহ্নের পরে। (আগে জানতাম না) :)

     

     

  2. সুন্দর কবিতা প্রিয় কবি ইলহাম ভাই। শুভসকাল। :)

  3. কী দুঃসহ একটা সময় পেরিয়ে গেছে। ভাবতেই গা শিউড়ে উঠলো ইলহাম দা। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।