অবুঝ মনের প্রশ্ন


ভালবাসতে লাগে নাকি
পূর্ব অভিজ্ঞতা?
বিষয়ভিত্তিক ডিগ্রী কিংবা
পর্যাপ্ত যোগ্যতা?

নাকি লাগে মনি মুক্ত
অর্থ বিত্ত অশেষ?
ভালোবাসা জিনিসটা কি
কোন পন্য বিশেষ?

বীরত্ব বা কায়িক শক্তি
এসব লাগে নাকি?
নাকি বিচক্ষণ হতে হয়
দিতে কাউকে ফাঁকি?

মিথ্যা প্রতিশ্রুতির নেশা
নাকি সত্য স্বভাব?
মূল্যায়নের মানসিকতার
থাকতে হয় কি অভাব?

কেমন করে একে অন্যের
মনের কথা বোঝে?
অবুঝ এ মন সে প্রশ্নের
জবাব শুধু খোঁজে!

6 thoughts on “অবুঝ মনের প্রশ্ন

  1. এমন সব প্রশ্নের উত্তর আজন্মকাল আমাদের খুঁজে চলতেই হবে। প্রশ্ন কেবলই প্রশ্নেই বাঁধা। শুভেচ্ছা মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. হাজার প্রশ্ন জাগে আবেগি মনে। শুধু উত্তর খুঁজে পাই না।

      ধন্যবাদ মিঃ মুরুব্বী। ভাল থাকবেন।

  2. ভালোবাসাও আজকাল পণ্য হয়ে গিয়েছে বাবু ভাই। অর্থ আর বিত্ত দিয়ে যায় কেনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।