নির্বাচনী প্রতিশ্রুতি


নিদ্রাহীনকে নিদ্রা দেবো, স্ত্রী হীনকে বউ,
নিঃসন্তান কে সন্তান দেবো, দেয়নি আগে কেউ।
অসুস্থরা সুস্থ হবে, অশান্তিতে আরাম পাবে,
খর তাপে পোড়ে যারা তাদের ঘরে এসি হবে।

কাঁদছে যারা হাজার দুখে, ফুটবে হাঁসি তাদের মুখে,
অর্থ দেবো অভাবী কে, মরে গিয়েও থাকবে সুখে।
জ্ঞানী হবে মূর্খ ব্যক্তি, দুর্বল দেহে আসবে শক্তি,
কষ্ট নামের আপদ হতে, সকল লোকে পাবে মুক্তি।

পায়ে হেঁটে চলছে যারা, গাড়ীর মালিক হবে তারা,
মুশলধারে বৃষ্টি দেবো, নামবে যখন দারুন খরা।
করব যুবক বৃদ্ধ হলে, কবর হতে টেনে তুলে,
লাশ গুলোকে বাঁচিয়ে দেবো, শুধু আমায় ভোটটা দিলে।

মুখটা ফুটে যে যা চাবে, এক মুহূর্তে সে তা পাবে,
কাঁচা মাটির ঘর গুলো সব, পাকা ইটের দালান হবে।
যারা খাঁটে মাঠে ঘাটে, শুতে পারবে সোনার খাটে,
চালাক চতুর বানিয়ে দেবো, যে বোঝেনা হিসেব মোটে।

ঘরে ঘরে কলেজ হবে, গরু ছাগল ডিগ্রী নেবে,
চললে আমার কথা মত, মরবে না কেউ বেঁচে রবে।
সবার মনের সকল চাওয়া, কথা দিলাম হবে পাওয়া,
আপনাদের দায়িত্ব শুধু, আমার বাক্সে ভোটটা দেওয়া।

6 thoughts on “নির্বাচনী প্রতিশ্রুতি

  1. ঘরে ঘরে কলেজ হবে, গরু ছাগল ডিগ্রী নেবে,
    চললে আমার কথা মত, মরবে না কেউ বেঁচে রবে।
    সবার মনের সকল চাওয়া, কথা দিলাম হবে পাওয়া,
    আপনাদের দায়িত্ব শুধু, আমার বাক্সে ভোটটা দেওয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই।
      ভাল থাকবেন।

  2. সবাই দেয় জানি; যদ্দুর শুনেছি স্বতঃসিদ্ধ এই প্রতিশ্রুতি দিয়ে চলেছেন বঙ্গরাজ্যের দীর্ঘকালীন টিকে যাওয়া অবৈধ সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif 

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই।
      ভাল থাকবেন।

  3. মুখটা ফুটে যে যা চাবে, এক মুহূর্তে সে তা পাবে

    কী মিথ্যে সেসব বাণী। নির্জনে ভাবলে শরীরে ক্রোধ উঠে আসে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই।
      ভাল থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।