শ্বেত-শুভ্র পেঙ্গুইন ভালোবাসা

ধ্রুবতারার সাথে যদি মিশে যায় ভাবনারাশি
জলতরঙ্গের সুরে স্বপ্নের গান; সুর তুলে দেয় হাতছানি
আমি ভেসে যাই, পাল তুলে আনন্দের অথৈ সাগরে
বিনিদ্র রজনী, সহযাত্রী হয়ে ছুটে চলে আমার সাথে
তুষার ঢাকা উত্তরের কোন এক নির্জন প্রান্তরে, পেঙ্গুইন আবাসে
যেখানে রাশি রাশি স্বপ্ন ভাসে শ্বেত শূভ্রমেঘে, নির্জন পবিত্রতায়
সেথায় আমার বাসনার রঙ মিশে যায় শ্বেত শুদ্ধতায়
তুষার ঢেউয়ে ভেসে যায় যত কালিমা রেখা উত্তর হতে দক্ষিণে
আমি খুঁজে পাই আমার চেতনার রং প্রশান্তির আত্মবিশ্বাসে
বারবার আমি ফিরে আসতে চাই শুভ্রতার এই প্রান্তরে
এখানে আসেনি কখনো দক্ষিণের কালিমামাখা ঢেউ,মিথ্যে আশ্বাসে
তাইতো পেঙ্গুইন ভালোবাসা শ্বেত-শুভ্রতায় মহৎ অনাবিল বিশ্বাসে।

10 thoughts on “শ্বেত-শুভ্র পেঙ্গুইন ভালোবাসা

  1. পেঙ্গুইন ভালোবাসা শ্বেত-শুভ্রতায় মহৎ অনাবিল বিশ্বাস। চমৎকার একটি ছত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. * প্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, ধন্যবাদ অশেষ…….. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অফুরান শুভেচ্ছা প্রিয় কবি হুসাইন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. * প্রিয় কবি দাদা, ভালোবাসা অশেষ…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. পুরোটাই বিশেষ করে শেষের লাইন দুটো মুগ্ধতায় ভরা।

    "এখানে আসেনি কখনো দক্ষিণের কালিমামাখা ঢেউ,মিথ্যে আশ্বাসে
    তাইতো পেঙ্গুইন ভালোবাসা শ্বেত-শুভ্রতায় মহৎ অনাবিল বিশ্বাসে।"—- শব্দগুলি আমাকে চমৎকৃত করেছে। দারুণ, মুগ্ধ !

     

  4. * সুপ্রিয়,এমন অনুপ্রেরণামাখা মন্তব্যে বিমোহিত……. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    ভালো থাকুন নিরন্তর। 

     

  5.  

    এখানে আসেনি কখনো দক্ষিণের কালিমামাখা ঢেউ,মিথ্যে আশ্বাসে
    তাইতো পেঙ্গুইন ভালোবাসা শ্বেত-শুভ্রতায় মহৎ অনাবিল বিশ্বাসে।   
    চমৎকার কথামালায় শ্বেত-শুভ্র মুগ্ধতা কবি 

মন্তব্য প্রধান বন্ধ আছে।