পরাণদাদা ছড়ান ছড়া
বীজের মতন মাঠে-
সবুজ হাসির ছন্দরাশি
আলোর দিকে হাঁটে।
ধানকুমারীর প্রাণের বাড়ি
ঘ্রাণের সুখে হাসে-
পরাণদাদা ভরান হৃদয়
আশার অধিবাসে।
ধানজননির বুকভরা ক্ষীর
মুখভরা ঢেউ-দোলা,
পরাণদাদা জড়ান বুকে
ভরান ধানে গোলা।
উঠোন-ঘরে খড়কুটো আর
প্রাণের রসদ ভরা-
পরাণদাদা ছন্দে বাঁধা
পড়েন ধানের ছড়া।
পরাণদাদা'র জন্য অফুরান শুভেচ্ছা জানবেন শংকর দা।
ধন্যবাদ
উঠোন-ঘরে খড়কুটো আর
প্রাণের রসদ ভরা-
পরাণদাদা ছন্দে বাঁধা
পড়েন ধানের ছড়া।
ধন্যবাদ
আপনার ছড়া পদ্য পড়লে পদ্য লিখতে ইচ্ছে হয় ঠিকই তবে সাহসে কুলোয় না।
ধন্যবাদ। শুরু করুন।
চমৎকার প্রকাশ,বেশ ভালো লাগলো,,!
ধন্যবাদ