আমি

মাঝেমাঝে চুপ করে বসে থাকি আমি আমার পাশে
আমার আমিকে খুঁজে পাওয়ার চেষ্টায় ব্যস্ত রুদ্ধ শ্বাসে;
আয়নার দিকে তাকিয়ে থাকি, জুড়ে নিই টুকরো হৃদয়
খুঁজে পাই ব্যর্থ ইতিহাসের পাতায় এক নতুন পরিচয়ে।

ব্যস্ত দিনের শেষে যখন চাঁদ নেমে আসে,
ডুবে যায় মন তখন গল্প উপন্যাসে;
তারাগুলো মিটিমিটি তাকিয়ে দেখে আমায়
পার করি সময় ওদের ভালবাসার আঙিনায়;

বই থেকে চোখ খুলে দেখি চারিদিকে আবছা আলো
কল্পনায় সব-ই রঙিন কিন্তু বাস্তবে সব সাদাকালো।
সব আশা, নিরাশাদের ঘুম পাড়িয়ে জেগে উঠি যখন,
খুঁজে পাই আমাকে, পুরনো আমি, যেমন আছি এখন।

18 thoughts on “আমি

  1. সুন্দর লিখা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। অগ্রহায়ণ দিনের শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2.  

    নিজেকে একটু দেখা, একটু নিজেকে খুঁজে নেয়া রাতের তারার সাথে- 

    কবিতা ভালো লেগেছে দি'ভাই 

    শুভেচ্ছান্তে 

  3. এরচেয়েও উন্নত সাহিত্য মানের আপনার অনেক কবিতা এখানে পড়েছি। এটার বিষয়বস্তু খুব দামি। কল্ল্পনা, বাস্তবতা এবং জীবনদর্শনের মিশেলে একটা কবিতা এটা। পড়লে পাঠককে নানান  ভাবনার যোগান দেবে।

    "সব আশা, নিরাশাদের ঘুম পাড়িয়ে জেগে উঠি যখন,
    খুঁজে পাই আমাকে, পুরনো আমি, যেমন আছি এখন"।

    এই "আমি"টাই শেষ আমি; চূড়ান্ত আমি!

    মুগ্ধ!

    1. সব লেখাই আমার সমান হয় না মিড দা। যখন যা অবসরে মনে আসে এই যা। :)

  4. মাঝেমাঝে চুপ করে বসে থাকি আমি আমার পাশে
    আমার আমিকে খুঁজে পাওয়ার চেষ্টায় ব্যস্ত রুদ্ধ শ্বাসে;
    আয়নার দিকে তাকিয়ে থাকি, জুড়ে নিই টুকরো হৃদয়
    খুঁজে পাই ব্যর্থ ইতিহাসের পাতায় এক নতুন পরিচয়ে।

    আমি মেলাতে চাই আমার ব্যর্থতার হিসাব-নিকাশ। কিন্তু মেলাতে পারি না শ্রদ্ধেয় রিয়া দিদি।

    1. ধৈর্য্য হচ্ছে সাফল্যের চাবিকাঠি নিতাই দা। ভাল থাকবেন।

  5. বই থেকে চোখ খুলে দেখি চারিদিকে আবছা আলো
    কল্পনায় সব-ই রঙিন কিন্তু বাস্তবে সব সাদাকালো।

     

    * জীবনের প্রকৃত রূপ মনে হয় সাদা-কালো!

    এক সার্থক কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি দি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. নিজেই নিজের সবচাইতে ভালো  বন্ধু । এটাই নিদারুন সত্যি 

  7. কল্পনা এবং বাস্তবতার বিভেদে জীবনের স্বতঃস্ফূর্ত অনুভূতিকে কবিতায় ফুটিয়ে তুলেছেন দিদি । অনেক ভালো লাগলো।  

  8. কল্পনায় সব কিছু বর্ণীল, বাস্তবে সাদামাটা- সুন্দর বলেছেন। আসলে প্রতিটি মানুষ বর্ণহীনতায় ভোগে, তাই তার সামনে কল্পনার রঙ আনতেই হয়, সামনের দিকে আগাতে প্রেরণার জন্য। একজন মানুষ দিন শেষে আশা-নিরাশাদের ঘুম পাড়িয়ে নিজেকে আসল রুপে ফিরে পেলো, হোক না সে বর্ণহীন- কি আসে যায়? 'আমি' যতই সাদা-কালো হই না কেন, অন্যদের রাংগানোর সক্ষমতা তো 'নিজ' এর ভিতরে আছেই। এটা অনুভব করাটাই আসল।

    ভালো লাগলো কবিতাটি, ছন্দের ঘাটতি ছিলনা, পাশাপাশি ম্যাসেজটাও সহজবোধ্য।

    শুভেচ্ছা দিদি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম গল্প দা। ধন্যবাদ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।