অচেনা অজানা অনুভূতি

নেই দূরপথে চোখ রাখা পেরিস্কোপ
অপেক্ষা আবেগ;
রাগ অথবা অভিমানের দোহাই,
নেই শত্রুতা কিংবা বন্ধুত্ব।

.
অনেকটা দিন হয়,
খোঁজ নেই কাছে অথবা দূরে;
হিসেব নেই ঘণ্টা মিনিট- মাইল কিলোমিটারে।

.
কেবল,
একটা অচেনা অজানা অনুভূতি
ক্ষণে অনুক্ষণে;
শরীরের গোপন অভ্যন্তরে টের পাই যার অস্তিস্ত্ব।

২৫/১১/২০১৮
ছবিঃ https://www.pinterest.pt/

14 thoughts on “অচেনা অজানা অনুভূতি

  1. বেশ লাগলো কবিতাটি। শেষে "অস্তিত্ব" বানানটি ভুল এসেছে। শুভেচ্ছা।

  2. পিনটারেস্ট এর ছবিটি ভীষণ মিনিংফুল মনে হলো। কবিতাকে বোনাস হিসেবে নিলাম মি. জাহিদ অনিক। শুভ সকাল। :)

    1.  

      হা হা, কবিতাটা তবে বোনাসই থাকুক।

      ধন্যবাদ ও কৃতজ্ঞতা মুরুব্বী। 

  3. কিছুই নেই তারপরও “ক্ষণে অণুক্ষণে” যে অস্তিত্বের অনুভব আছে তা সবকিছু থাকার চেয়েও অনেক বেশি থাকা- কবিতায় এই ভাবনাটাই অসাধারণ! গদ্য ছন্দের কবিতায় যে কী গভীর ছন্দ থাকতে পারে তা কবিতাটা পড়ে টের পাওয়া যায়।

    লেখাটা অন্তর বাজিয়ে গেলো।

    1.  

      মিড ডে ডেজারট, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। 

      শুভেচ্ছান্তে 

    1.  

      অনেক ধন্যবাদ সৌমিত্র দা। 

      ভালো থাকুন সতত। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা 

    1.  

      ধন্যবাদ কবি রিয়া দিদিভাই। 

      শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।