যুদ্ধ
জানি কিছু ভালো আছে মাত্রই
আলোকবর্ষ দূরে
আমাদের কালো আছে
আমাদের আলো আছে
আমরা তো শোক রাখি
মর্গ নিথরে।
কিছু যুদ্ধ জেতা যায়
বাকি যুদ্ধ হারি
বীরগাথা লিখে রাখি
তুলোট কাগজে
কিছু রক্ত
কিছু ঘাম
সময় যন্ত্রে কিছু
নক্সাকাটা বিশ্রাম
পশ্চাদপসরণেও থাকে
অন্ত যুদ্ধ জারি।
স্লিম কবিতা। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল।
ধন্যবাদ প্রিয় ভাই।

সূতোকাব্য । মন ছুঁয়ে গেলো। বিন্দুর ভেতরে সিন্ধুর গভীরতা।
ধন্যবাদ রুকশানা বোন।
কিছু রক্ত
কিছু ঘাম
সময় যন্ত্রে কিছু
নক্সাকাটা বিশ্রাম
পশ্চাদপসরণেও থাকে
অন্ত যুদ্ধ জারি।
* যুদ্ধ আমার কাছে বিভীষিকাময় এক অধ্যায়ের নাম…
ভালো থাকুন প্রিয় কবি।
ঠিকই বলেছেন কবি হুসাইন ভাই। ধন্যবাদ।
আমাদের কালো আছে


আমাদের আলো আছে
আমরা তো শোক রাখি
মর্গ নিথরে।
ধন্যবাদ কবি রোমেল আজিজ ভাই।