নতুন ভুবন


এই আকাশকে পেছনে ফেলে
নতুন কোন আকাশে,
দূষিত এই বাতাস ছেড়ে
বিশুদ্ধ কোন বাতাসে।

অগ্নিগিরির উদগিরনের
উত্তাপকে ছাড়িয়ে,
পবিত্র এক নতুন ভুবন
রয়েছে হাত বাড়িয়ে।

দাবানলের স্ফুলিঙ্গের
নেই সেখানে আবির্ভাব,
ভূমিকম্প জলোচ্ছাস বা
রোগ বালাইয়ের প্রাদুর্ভাব।

বজ্রপাতে অপমৃত্যু
হয়না সেখানে কোন দিন,
নির্মল বায়ু বয়ে চলে
সুখ অফুরান অমলিন।

চলো দুজন সেই ভুবনে
আজ হারিয়ে যাই,
সুখের রাজ্যে করব বসত
কোন দুঃখ নাই।

6 thoughts on “নতুন ভুবন

  1. আপনার জন্য শুভকামনা প্রিয় কবি মি. নূর ইমাম শেখ বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. খুব কাছাকাছি সময়ে দুটি কবিতা পড়ে ফেললাম আপনার বাবু দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।