অভিমান
স্বপ্নকে হাত বাড়িয়ে বললাম,
এই তো পেতেছি হাত, দাও বিষ।
স্বপ্ন আঁজল ভরে দিলো তীব্র হেমলক।
রাত্রির নিস্তব্ধতা ভেঙে ছন্দকে বললাম,
আমায় আগমনীর গান শোনাতে পারো?
সে শোনালো বিসর্জনের বাজনা।
সমর্পিত হৃদয়ে ঝরে পড়ে
আকাশ ভাঙা বৃষ্টি, আর
চারপাশে নির্বাসিতের গান।
অভিমানে স্তব্ধ হয় ভালবাসা।।
ফ্যান্টাসটিক কভার পিক। সাথে লিখা। দু'জনে দু'নার প্রিয় সব্যসাচী বন্ধু রিয়া রিয়া।
আপনার মন্তব্যে খুশি হলাম বন্ধু। কভার পিকে অভিমানী আমি।
“রাত্রির নিস্তব্ধতা ভেঙে ছন্দকে বললাম,
আমায় আগমনীর গান শোনাতে পারো?
সে শোনালো বিসর্জনের বাজনা।”
* কবি মনের সরল উচ্চারণ সত্যি মুগ্ধ হতে হয়। অসাধারণ বাণীবিন্যাসে শুদ্ধ উপস্থাপনায় এক অনন্য কবিতা উপহার পেল পাঠক…
শুভরাত্রি প্রিয় কবি দি।
লেখা পঠের কৃতজ্ঞতা প্রিয় কবি দা।
"এই তো পেতেছি হাত, দাও বিষ।"
— বিশ টাকায় কি বিষ পাওয়া যায় দিদি ?
হাহাহা। বিষ যদি বিশ কুড়িতে পাওয়া যেতো মন্দ হতো না কিন্তু কবি দা।
ছবি আর কবিতা দুটোই অসাধারণ রিয়া দি।
অনেক ধন্যবাদ আপনাকে মুনা দি।
বাহ দারুণ লাগলো। শুভেচ্ছা।
শুভেচ্ছার জন্য ধন্যবাদ অর্ক দা।
বেশ সুন্দর দিদিভাই।
অনেক ধন্যবাদ দিদি ভাই।
মুগ্ধ হলাম!
ধন্যবাদ কবি দা।
চমৎকার কবিতায় মুগ্ধতা রিয়া দিদিভাই
ধন্যবাদ কবি জাহিদ দা।