দুঃখজনক হলেও সত্যি
যে ভূমিতে সারিসারি জুঁই কামিনী ফোটার কথা
সেখানে আজ ভক ভক করে ফুটছে অবিন্যস্ত গরল।
পৃথক নদীতে শুয়ে থাকা চাঁদে ও দাউ দাউ আগুন ফুটছে ,
বিবস্ত্র হচ্ছে ভোরের কোমল আজান।
অথচ বেদনাভারাক্রান্ত এই ক্ষণজন্মা ভূমির অন্তরে
ভূরি ভূরি ঝর্ণার ডানাঝাপটানো সুখ থাকার কথা ,
বিকেলের দুরন্ত ছায়ায় সিক্ত হবার কথা অকৈতব প্রেম।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি
রাজপথ অভিমুখী কিছু শ্লোগানের ভাষায়
নির্বিঘ্নে অত্যুচ্চ ভন্ডামী ফুটছে,
আর তাতে ক্রোধান্বিত চুড়ির হাতগুলো হচ্ছে অস্ত্রের মত কঠিন ।
যদি এসব হাতিয়ার একবার গর্জে ওঠে,
জুঁই কামিনীর স্বদেশ নির্বাসিত হতে বাধ্য,
রাশিফলের পিছু ছুটা ভাগ্যেরা ও কর্তিত হতে বাধ্য ক্রোধের ছোরায়।
মরণাপন্ন সাম্রাজ্যের স্মৃতিচিহ্নগুলি তখন রক্তাক্ত চর্মকাগজের মতো দুর্বোধ্য হবে,
শৈশবের নরম উদ্যান থেকে পালাবে সস্নেহ কলকল সকাল।
অতএব, বিশ্বাসঘাতকেরা সাবধান হয়ে যাও,
এই ঘুমন্ত নারীযোদ্ধাদের জাগিয়ো না,
তাহলে, মানচিত্রের ভেতরে তারা আর যাযাবর হয়ে থাকতে চাইবে না,
মুহূর্তেই তোমাদের লাম্পট্যে ছড়াবে ভীমরুলের বিষ,
নিজ ভূমের চিড় খাওয়া মাটিতেই রোপণ করবে অস্ত্র,
মাদকের মত আর পাচার হতে দেবে না নারী, নদী ও কবিতা।।
অথচ বেদনাভারাক্রান্ত এই ক্ষণজন্মা ভূমির অন্তরে
ভূরি ভূরি ঝর্ণার ডানাঝাপটানো সুখ থাকার কথা ,
বিকেলের দুরন্ত ছায়ায় সিক্ত হবার কথা অকৈতব প্রেম।
* অনেক সুন্দর উপস্থাপনা প্রিয় কবি…
ভালো থাকুন নিরন্তর।
মন্তব্যে অনেক উৎসাহিত হলাম কবি। ভালো থাকুন।
নিঃসন্দেহে স্বীকার করবো … আপনার প্রতিটি লিখাই চমৎকার ভাবে উঠে আসে। একটি লিখার জন্য যতটা সম্ভব যত্ন আত্তি প্রয়োজন পড়ে, তার প্রায় প্রতিটি দিক বিবেচিত হয়েই উঠে আসে। পাঠক নিশ্চয়ই লক্ষ্য করবেন। অভিনন্দন আপা।
আপনার চমৎকার উপলব্ধিতে অনুপ্রাণীত হলাম। শুভেচ্ছা।
নির্মল এই লেখায় মুগ্ধ হলাম বোন।
কবিতার পাশে থাকায় খুশি হলাম দাদা। শুভেচ্ছা।
কবিতাটি পড়ে সত্য কবিতার স্বাদ নিলাম দিদি ভাই।
অনেক অনেক ভালবাসা দিদি। শুভেচ্ছা অনিঃশেষ।
ঝরঝরে সাবলীল কবিতা। মুগ্ধতায় আকণ্ঠ ডুবে গেলাম। ভরপুর শুভেচ্ছা আপু।
কবিতায় সাবলীল মন্তব্য ও একটি কবিতাকে সার্থকতা দিয়ে থাকে । ধন্যবাদ আপনাকে ভাই।
অকৈতব কবিতায় ভালোলাগা জানাচ্ছি প্রিয় কবি।
আপনাকেও জানাই আন্তরিক শুভেচ্ছা।