আসিবে দানব,
লুটিবে মানব,
কোথায় নিবে ত্রাণ।
পারলেও নাপারা,
হবে দিশেহারা,
কীভাবে বাঁচাবে প্রাণ?
সত্যের পথে থাকলে,
জীবন বাজি রাখলে,
পেতে পারো স্থান।
অন্যের ধ্যানে,
শয়তানি জ্ঞানে,
বিসর্জন দিয়েছ মান।।
সামান্য একটু ভয়ে,
মিথ্যা বচন কয়ে,
কী হবে জীবন বাঁচিয়ে?
ভাবিলেনা তুমি,
অকারণে ভুমি,
মন গেলে নাচিয়ে।।
এখন স্মৃতি বাড়িয়ে,
আগের সময়কে তাড়িয়ে,
বদ্ধ কন্ঠে তুলে সুর।
আসবেনা গান,
সাজবেনা কান,
সময় বহে গেছে অনেক দূর।।
"সামান্য একটু ভয়ে, মিথ্যা বচন কয়ে, কী হবে জীবন বাঁচিয়ে।
ভাবিলেনা তুমি, অকারণে ভুমি, মন গেলে নাচিয়ে।।" __ শুভ সকাল মি. কালাম হাবিব।
আসসালামু আলাইকুম!
প্রিয় পাঠক মুগ্ধ হলাম!
সালাম এর প্রত্যুত্তর জানবেন প্রিয় কবি। ধন্যবাদ।
ওয়ালাইকুম সালাম!
শুভকামনা জানবেন কবি দা।
শুভেচ্ছা কবি কালাম ভাই। শুভ সন্ধ্যা।
শুভেচ্ছা রইল প্রিয় কবি!


