হায় কবিতা, শব্দে নাহি কুলায়

ফেলে আসা সময়ের লেখচিত্র উলটে পালটে দেখলে
বোঝা যায়, মূলত আমি বেঁচে থেকেছি এখানে ওখানে
কখনো এর উচ্ছিষ্ট হয়ে, কখনো ওর এঁটো হয়ে।
কখনো একটু আধটু জড়িয়ে থেকেছি গুল্মলতায়
কখনোবা স্বচ্ছ জলে ভেসে থেকেছি নিশ্চুপ নিরুপায় মাছের মতন।

কখনো পিতার কঠিন হাত মুছে দিয়েছে কপালের জ্বর
কখনো অসুখ ধুয়ে নিয়ে গেছে প্রেমিকার কোমল হাত;
তবু কখনো সুখে অথবা অসুখে কারও নাম জপতে থাকিনি।
আমি জানি – তারা কেউ জানবে না,
আমি ভালোবেসেছি বারে বারে আমার পিতাকে, আমার প্রেমিকাকে;
আমার জন্ম এক’বারে হয়নি- আমি বেঁচে থেকেছি বারে বারে মরে গিয়ে।

আমি বেঁচে উঠি অকস্মাৎ, আমার জন্ম যেমন হয়েছিল দৈবচয়নে
আমার বেঁচে থাকা আমার অস্তিত্ব;
আমার অক্ষরে অক্ষরে- আমার ভালোবাসায়-না বাসায়।

হায় ভালোবাসিবার আক্ষেপ না কখনো ফুরায়
হায় কবিতা, শব্দে নাহি কুলায়।

———————————–
জাহিদ অনিক
ছবিঃ ছবি এখান থেকে নেয়া
১/১২/২০১৮

5 thoughts on “হায় কবিতা, শব্দে নাহি কুলায়

  1. লিখনীতে চমৎকার সাযুজ্য ধরে রেখেছেন। ধারাবাহিকতায় অসাধারন।
    শুভেচ্ছা মি. জাহিদ অনি অনিক। শুভ সকাল। :)

  2. আমি ভালোবেসেছি বারে বারে আমার পিতাকে, আমার প্রেমিকাকে;
    আমার জন্ম এক’বারে হয়নি- আমি বেঁচে থেকেছি বারে বারে মরে গিয়ে।

    অসামান্য একটি কবিতা কবি জাহিদ ভাই। শুভেচ্ছা জানালাম। 

  3. আমি বেঁচে উঠি অকস্মাৎ, আমার জন্ম যেমন হয়েছিল দৈবচয়নে
    আমার বেঁচে থাকা আমার অস্তিত্ব;
    আমার অক্ষরে অক্ষরে- আমার ভালোবাসায়-না বাসায়।

     

    * অসারণ একটি কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।