স্বপ্নের ফলস্বরুপতায় বন্ধু
পথে যেতে হঠাৎ দেখা!
জোড়া ভাবে থেকে একা।
একটু দূরেই এই রকম
মনের ভিতর বকম বকম।
কাছে গেলে কি হবে
সাহস থাকলে যেতই কবে।
ইশারা পেয়ে আর হালকা হাসি
পড়ে নিয়ে প্রেমের ফাঁসি।
সাহস বলে যারে আব
মনে নিয়ে জোয়ারি ভাব।
প্রস্তাব দিয়ে জুড়িয়ে আশা
শুরু বন্ধুর ভালোবাসা।
বন্ধু তখন মেতে ওঠে
হাসি মুখে বাড়িতে ছোটে।
বাড়ি গিয়ে মাথা চুলকাই
তার তো কোন্ ঠিকানা নাই।
আবার ছুটে সেই জায়গায়
যদি কোন্ ঠিকানা পায়।
রাস্তায় কত গাড়ি চলে
বন্ধু ভাসে সাগর জলে।
বন্ধুর চলে গাড়ি রেসে
সামনে একটা লরি এসে।
বন্ধু ব্রেক দিয়ে চমকে ওঠে
বাড়ির লোক ঘরে ছোটে
অবাক হয়ে বিছানা দেখে।
ঘুম ভাঙা ঝাপসা চোখে
চোখ ধুতে কলের কাছে এসে।
একটু একটু কেশে
দূঃখ করে সেই আনন্দের ঝোঁকে।
সেই হঠাৎ দেখার শোকে
তার পরেতে বেশ কয়েকদিন ধরে।
বাড়ির লোকে অস্থির করে
চায় শুধু ঠিকানা।
যার নাই কোনো নিশানা
পাগল হয়ে সেই ঠিকানার আশায়
একদিন বাড়ি থেকে পালিয়ে যায়।
বাড়ির লোকে খবর পেলে
ঠিকানার কেসে আছে জেলে।
ফেরার পথে রাস্তায় এসে
আবার পড়ে একই কেসে।
আবার ঠিকানা নিয়ে সেই ঝামেলা পাকালে
তাকে পাঠানো হয় মানসিক হাসপাতালে।
ছড়া পদ্যের প্রয়াস ভালো হয়েছে মি. কালাম হাবিব। শুভ সকাল।
ভালই লিখেছেন কবি ভাই। অনেক অনেক ভাল থাকুন প্রার্থনা করি।
স্বপ্নের ফলস্বরুপতায় বন্ধু। সাধারণত আপনি যেমনটা লেখেন; তেমন থেকে খানিকটা আলাদা মনে হয়েছে।
আপনার মনে হওয়া টাও বুঝতে পেরেছি,
তবে এরকমও অহরহ হয়।
ধন্যবাদ প্রিয়কবি!
শুভকামনা করি!