স্বপ্নের ফলস্বরুপতায় বন্ধু

স্বপ্নের ফলস্বরুপতায় বন্ধু

পথে যেতে হঠাৎ দেখা!
জোড়া ভাবে থেকে একা।
একটু দূরেই এই রকম
মনের ভিতর বকম বকম।
কাছে গেলে কি হবে
সাহস থাকলে যেতই কবে।
ইশারা পেয়ে আর হালকা হাসি
পড়ে নিয়ে প্রেমের ফাঁসি।

সাহস বলে যারে আব
মনে নিয়ে জোয়ারি ভাব।
প্রস্তাব দিয়ে জুড়িয়ে আশা
শুরু বন্ধুর ভালোবাসা।
বন্ধু তখন মেতে ওঠে
হাসি মুখে বাড়িতে ছোটে।
বাড়ি গিয়ে মাথা চুলকাই
তার তো কোন্ ঠিকানা নাই।

আবার ছুটে সেই জায়গায়
যদি কোন্ ঠিকানা পায়।
রাস্তায় কত গাড়ি চলে
বন্ধু ভাসে সাগর জলে।
বন্ধুর চলে গাড়ি রেসে
সামনে একটা লরি এসে।
বন্ধু ব্রেক দিয়ে চমকে ওঠে
বাড়ির লোক ঘরে ছোটে
অবাক হয়ে বিছানা দেখে।

ঘুম ভাঙা ঝাপসা চোখে
চোখ ধুতে কলের কাছে এসে।
একটু একটু কেশে
দূঃখ করে সেই আনন্দের ঝোঁকে।
সেই হঠাৎ দেখার শোকে
তার পরেতে বেশ কয়েকদিন ধরে।
বাড়ির লোকে অস্থির করে
চায় শুধু ঠিকানা।
যার নাই কোনো নিশানা
পাগল হয়ে সেই ঠিকানার আশায়
একদিন বাড়ি থেকে পালিয়ে যায়।

বাড়ির লোকে খবর পেলে
ঠিকানার কেসে আছে জেলে।
ফেরার পথে রাস্তায় এসে
আবার পড়ে একই কেসে।
আবার ঠিকানা নিয়ে সেই ঝামেলা পাকালে
তাকে পাঠানো হয় মানসিক হাসপাতালে।

কালাম হাবিব সম্পর্কে

কবি কালাম হাবিব ১৯৯৯সালের ৬ই ফেব্রুয়ারি মালদা জেলার অন্তর্গত সাহাবান চক গ্রামে এক নিম্নবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা লাল মহাম্মদ মিঞা ও মাতা রুকসেনা বিবি। মা বাবার তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান। শিক্ষা শুরু হয় সাহাবান চক প্রাথমিক বিদ্যালয়ে ২০০৪ সালে। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ২০০৯সালে বেদরাবাদ হাই স্কুলে ভর্তি হন এবং ২০১৬ ও ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কলা বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ বেদরাবাদ হাই স্কুল থেকেই। তার পর ওই বছরই উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন 'কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ'-এ।বর্তমানে পার্শ্বীয় কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ'এর বি এ সাম্মানিক বাংলা বিভাগে তৃতীয় বর্ষে পাঠরত। কবিতা লেখালেখির হাতেখড়ি দশম শ্রেণি পড়াকালীন , তবে আজও তার বেগ প্রবাহমান! কবির এই লেখালেখি বিশেষ কারও দ্বারা প্রভাবিত নয় বললেই চলে কবিতা পড়তে পড়তে ভাবনা আর সেই ভাবনা লিপিবদ্ধ করার অধীর আগ্রহই হাতে উঠে আসে কলম! কবিতার পাশা পাশি গল্প লেখাতেও কবির রয়েছে বিশেষ আগ্রহ ও মনোযোগ! কবির কবিতায় কথা বলে কলম, শরিয়তের মধ্যে থেকে সঠিক সত্য কল্যাণময় আদর্শের! কোন ভীরুতার ধার ধারেনা, সর্বাবস্থায় আওয়াজ তোলে সজীব তীক্ষ্ণ জীবন্ত দন্ড খান প্রতিবাদের শীর্ষক মাকামে! কবির প্রথম কবিতা "বেআইনি অস্ত্র ” এবং প্রথম গল্প " নৌকা যাত্রীরা"। বর্তমানে পার্শ্ববর্তী কয়েটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন......

4 thoughts on “স্বপ্নের ফলস্বরুপতায় বন্ধু

  1. ছড়া পদ্যের প্রয়াস ভালো হয়েছে মি. কালাম হাবিব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ভালই লিখেছেন কবি ভাই। অনেক অনেক ভাল থাকুন প্রার্থনা করি। :)

  3. স্বপ্নের ফলস্বরুপতায় বন্ধু। সাধারণত আপনি যেমনটা লেখেন; তেমন থেকে খানিকটা আলাদা মনে হয়েছে। 

  4. আপনার মনে হওয়া টাও বুঝতে পেরেছি,
    তবে এরকমও অহরহ হয়।
    ধন্যবাদ প্রিয়কবি!
    শুভকামনা করি!

মন্তব্য প্রধান বন্ধ আছে।