চামউকুনি উলূপী

চামউকুনি উলূপী

গতজন্মের মরা মেয়ে বলে নিয়েছিলাম কোলে
পরিবর্তে ছুঁড়ে দিল তার মনের গভীরতা।
স্বর্ণকলস যেন ককিয়ে ওঠে তার বিমূর্ত হাতের ছোঁয়ায়
কি অপরূপ ভাবে কবিতা আঁকে, যেন পটুয়া বসেছে
মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দেবে বলে।

নাসারন্ধ্র তার ফুলে ফুলে ওঠে
যখন তার প্রতিভা ফুটে বেরিয়ে ওঠে অবাক দর্জিপাড়ায়।
আমি দেখে ভাবি, কন্যা তুমি কি সেই যে ধরণীতে নেমে এসেছ
আপামরকে কাব্য রসে মজাতে আর
চ্যাটচ্যাটে রস নিত্য চাটাতে চামউকুনি উলূপী !

3 thoughts on “চামউকুনি উলূপী

মন্তব্য প্রধান বন্ধ আছে।