একজন দক্ষ তীরন্দাজ ও ব্যর্থ বিজ্ঞানী
ঠিক এই মুহূর্তে
আমি এক সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী
টমাস আলভা এডিসন?
আইন্সটাইন- নিউটন বা স্টিফেন হকিং?
না। তাঁরাও নন
আমিই এখন এক শ্রেষ্ঠ বিজ্ঞানী
এই মাত্র আমি উদ্ভাবন করেছি
এক কালউত্তীর্ন আবিষ্কার
সেদিন এক অনুষ্ঠানে
তুমি তিন বার তাকিয়েছিলে আমার দিকে
প্রতিবার মুহুর্মুহু এক হাজার ভালোবাসার
বিমূর্ত তীর নিক্ষেপ করেছিলে
আমার বুকের বাম অলিন্দে
ক্ষত বিক্ষত করে দিয়েছ আমার হৃতপিন্ড
সেই থেকে আজও রক্ত ঝরছে অবিরত
অনেক সুত্র জ্যামিতি আর ক্যালকুলাসের অংক কষে
ঠিক এই মুহূর্তে আমি আবিষ্কার করেছি
আমি তোমাকে ভালোবেসে ফেলেছি
এই মুহূর্তে আমি পৃথিবীর সব চেয়ে বড় বিজ্ঞানী
তুমি যে এতো দক্ষ তীরন্দাজ
সে কথা জানে ইথার
অনেক ডাক্তার এবং শৈল চিকিৎসকের কাছে গিয়েছি
উনারা এই বিমূর্ত তীর বের করার কৌশল জানেন না
প্রেসক্রাইব করেছেন তীরন্দাজের কাছে যেতে
আমি জানি তুমি ঠিকই বুঝতে পারছো
আমি কার কথা বলছি
কিন্তু তুমি বয়সে আমার চেয়ে বেশ ছোট
হ্যাঁ -তোমাকেই বলছি
আমি এও জানি তুমি ঠিকঠাক ঘুমতে পারছো না
কিন্তু তোমার সাথে ঘর বাধা সম্ভব নয়
তাহলে যে একটি ঘর ভাংতে হয়
তখন এ সমাজ আমাকে বাঁকা চোখে দেখবে
আমি তোমাকে ভালোবেসে ফেলেছি
তা আজ জানিয়ে গেলাম
কিন্তু এই জনমে আমি তোমাকে পাবো না
অথচ তোমাকে আমি ছাড়তেও পারছি না
আমার ক্ষত বিক্ষত বুক থেকে রক্ত ঝরছে এখনো
ভালোবাসা নাই বা দিলে
আরও বিমূর্ত তীর নিক্ষেপ করে
আমার বুক ঝাঁজরা করে দিয়ে
ব্যথাটুকু বাড়িয়ে দিয়ে যেও
"অনেক সুত্র জ্যামিতি আর ক্যালকুলাসের অংক কষে
ঠিক এই মুহূর্তে আমি আবিষ্কার করেছি
আমি তোমাকে ভালোবেসে ফেলেছি
এই মুহূর্তে আমি পৃথিবীর সব চেয়ে বড় বিজ্ঞানী।"
___ ইম্প্রেসিভ হলাম প্রিয় কবি মি. ইলহাম। দূরন্ত কবিতা।
আপনিই সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ইলহাম ভাই। অসাধারণ চেতনাবোধের লিখা পড়লাম।
অভিনন্দন কবি ইলহাম দা।

* প্রিয় কবি, শুভ কামনা সবসময়…