কাঁচের হৃদয়
কাঁচ দিয়ে তৈরি নয় হৃদয়
তবুও ভাঙে যখন তখন,
ভাঙনের শব্দ নেই কোন
শুধুই ক্ষরণ;
ব্যথা দেয় খুব আপনজনেরা
জেনে ও না জেনে
বুঝে কিংবা না বুঝে
কখনো ইচ্ছাকৃত কখনো ভুল করে,
আমার ঠোঁট হাসতে থাকে, ব্যথা গিলে;
কোথায় যেন কে কাঁদছে,
ডুকরে,
বুকের খুব গভীরে;
শুনতে পাচ্ছ?
যে ভালোবাসে সেই অনুভূতির সাথে খেলে;
আপনজনেরা?
প্রতিনিয়ত অনুভূতির সাথে খেলা তো ওদের অধিকার!
আমার ঠোঁট হাসে, হো হো করে;
হৃদয়?
আরে, ও তো মাংসের দলা
ভেঙে গেলে তবেই না কান্না!
কি?
শব্দ শুনতে পাও নি?
বুকে কান পাততে পারে কজনা?
এমনি করে আমি যদি কাউকে কখনও বলতে পারতাম।
শুভেচ্ছা রইলো প্রিয় কবি প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন।
যে ভালোবাসে সেই অনুভূতির সাথে খেলে। ভীষণ বাস্ত একটি কথা যাযাবর ভাই।
ধন্যবাদ দাদা
শুধু শুধু দারুণ নয়; অসাধারণও বটে জীবন দা।
ধন্যবাদ রিয়া
* অসাধারণ একটি কবিতা পড়লাম…
ধন্যবাদ ভাই