মেমসাহেবা ৫৩
হঠাৎ মনে হলো
বলতে কি প্রায় হঠাৎই
মনে হলো তুমি রাগ করেছ।
আসলে হোয়াংহো যে এক
সত্যিকারের হলুদ নদী
সেটা আজই জানলাম যখন
একশো দুই জ্বরের তাপে
পৃথিবী হলুদ হয়ে যায়।
আসলে তোমার সঙ্গে কথার মাধ্যম
একমাত্র ডাক পায়রা বিবর্ণ হলুদ
হলেই, মনে হয় এই শেষ বিকেলে
তুমি বোধহয় রাগ করেছ সুতনুকা।
মেমসাহেবা এবং নিজকিয়া এই দুটি ধারাবাহিক স্মরণে রাখবার মতো।
শব্দনীড়ে প্রকাশিত যতটা প্রকাশ পেয়েছে পড়েছি প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
বিশেষ কৃতজ্ঞতা প্রিয় ভাই। ভালো থেকো। দীর্ঘজীবি হও।
* অপূর্ব …


ধন্যবাদ কবি হুসাইন ভাই।
ভালো লাগলো
!
ধন্যবাদ কবি।
হলেই, মনে হয় এই শেষ বিকেলে
তুমি বোধহয় রাগ করেছ সুতনুকা।
বাহ দারুন নাম,,,,কবিরাই পারে বটে,,,,,,,,,,,,

হুম সঠিক বলেছেন কবি।
শেষ বিকেলে মনে হলো সুতনুকা রাগ করেছে – প্রেমিকের এই সংশয় থাকেই।
কবিতা খুব ভালো লেগেছে । ভালো থাকবেন।
ধন্যবাদ বোন।