অর্ধনমিত সকাল
একদিন সাইবেরিয়ার মত পাখি উড়ে আসবে
সীমাহীন ডানা বিছিয়ে অতিথি নগরীর ভেতর;
তারপর! পা কাঁপিয়ে শৈত্যজলের কচুরিপানা-
জলশামুক, মাছ-কাঁকড়া, বুনো কলমিডগা শেকড়ের
গহীন অরণ্যে নৃত্য দোলাবে। অবাধে নিশ্চিন্তঃ
চারদিক ঘোরলাগা ধাতুবিষের ঠোঁট উড়বে
তবু বাতাসে কুয়াশার গীত বিতান শোনাবে
মুঞ্জরিত প্রাণে দাঁড়ানো একতাল মেরুদণ্ডের গান-
ঘাসের শিশিরধৌত মুখ, অর্ধনমিত সকাল
মৃত্যু নিশানা মুছে নৈশব্দ্যের পা টিপে ওড়াবে
দু’ডানার নিচে আকাশ, বিশ্ব।আর বুক থেঁতলানো
রক্তমোক্ষণ আলিঙ্গনে ডেকে তুলবে-সমস্ত গণকবর!
সকালের কবিতা সন্ধ্রায় পেলেও দারুণ আপনার অক্ষর বিন্যাস।
অনেক শুভেচ্ছা জানবেন কবি টিপু সুলতান ভাই।
শ্রদ্ধা প্রিয় কবিদা
তারপর! পা কাঁপিয়ে শৈত্যজলের কচুরিপানা-
জলশামুক, মাছ-কাঁকড়া, বুনো কলমিডগা শেকড়ের
গহীন অরণ্যে নৃত্য দোলাবে। অবাধে নিশ্চিন্তঃ …
অসাধারণ আপনার কাল্পিক চোখ। মুগ্ধ হতে হয়। অভিনন্দন কবি।
অজস্র শ্রদ্ধা এবং ভালবাসা স্যার
আপনার কবিতায় ব্যবহৃত উপমার ব্যবহার ভিন্ন এক স্বাদ এনে এনে দেয় মনে।
অসংখ্য ধন্যবাদ দিভাই