একজন তীরন্দাজ ও জাদুকর

একজন তীরন্দাজ ও জাদুকর

ভেবেছিলাম তুমি শুধুই এক দক্ষ তীরন্দাজ
অথচ দিন যতই বাড়ছে
মহাকর্ষীয় শক্তির চেয়েও
মহাশক্তিধর এক তীব্র আকর্ষণ
আমার ঘুম গুলো কড়ে নিয়ে যাচ্ছে

নির্ঘুম রাত কাটাচ্ছি সাথে নিয়ে
এক অচেনা অজানা জ্বালা যন্ত্রণা

বুকের ভেতর এক অদ্ভুত যন্ত্রণা বেড়ে চলেছে
তীরের আঘাতের ব্যথা কিছুটা সহনীয় ছিল
কিন্তু এ কোন শক্তির আঘাত?
আমি যে আর সইতে পারছি না

তুমি কি তাহলে এক দক্ষ জাদুকরও?
তাহলে কেন ২৪ ঘন্টাই
এক অদৃশ্য বলয়ের মাঝে আটকে গেলাম!
যে বলয়ের পুরোটাতে শুধু তোমার মায়াবী
মুখখানি – অতঃপর তোমার শরীরের স্পর্শ।

গতকাল এই বলয় থেকে বের হওয়ার জন্য
এমিউজমেন্ট পার্কের এক থ্রিল রাইডারে
উঠার জন্য গিয়েছিলাম
টিকিট কেটে সিরিয়ালে দাড়িয়েছিলাম
তারপর কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম

হঠাৎ রাইডারম্যান ডেকে বললো
উঠুন- এখন আপনার সিরিয়াল

আমি দেখলাম রাইডস এর প্রতি জোড়া সিটে
এক জোড়া করে কপোত -কপোতী
আর আমার পাশের সিটটি ফাঁকা

আমি পার্ক থেকে সোজা বেরিয়ে এসে দেখলাম
চেনা শহরটি দুশো বছর পেছনে চলে গেছে
আকাশ?
হ্যা- আকাশ আছে তবে সেখানে পরিচিত রঙ নেই
বাতাস?
না- বাতাসে আগের মতো অক্সিজেন নেই

তীরের আঘাতের ক্ষত শুকনোর আগেই
আটকে দিলে অদ্ভুত এক যন্ত্রণার বলয়ে

নিজের মাঝেই মনে হচ্ছে আমি এখন নেই
তাহলে আমি এখন কে?

আমি এখন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী
না- আমি এখন এক দক্ষ তীরন্দাজ

আমি এখন এক দক্ষ জাদুকর
না- আমি এখন প্রেমিকার বলয়ে
বন্দী শিবিরে আটকে থাকা পরস্থ এক প্রেমিক

আমি এখন
মহাসমুদ্রে হাল বিহীন জাহাজের এক বিদ্ধস্ত নাবিক
মহাবিশ্বের কক্ষপথে ছুটে চলা লক্ষহীন এক নভোচারী

আমি এখন
তীরন্দাজ বা জাদুকরের অপেক্ষায় থাকা নির্ঘুম রাত্রি
কিংবা ক্রমশ ক্ষয়িষ্ণু জীবনে প্রেমিকার কাছে
পরাজিত অচেনা এক পথের পথযাত্রী।

3 thoughts on “একজন তীরন্দাজ ও জাদুকর

  1. একটি ভাবনা চিত্রে যেমনটা চিত্রায়ণ করা সম্ভব তার সবটুকুই আছে আপনার লিখায়। অভিনন্দন এবং ভালোবাসা মি. ইলহাম। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কবিতায় কবিতার অনুসঙ্গ এককথায় দারুণ। শুভেচ্ছা প্রিয় ইলহাম ভাই। :)

  3. বক্তব্যধর্মী কবিতায় আপনি অনেক স্বচ্ছল প্রিয় ইলহাম দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।