অনেক স্বপ্নের ভীড়ে
জলের দামে শূণ্য করেছি যে শৈশব
অর্জিত সাত রাজার ধন দিয়েও তাকে আর ফেরত পাবো না
আজ আমি ফিরে যেতে চাই সেই সরল বিশ্বাসে যেখানে
লালসা জাগরনহীন হয়ে জেগে থাকে শুধুই তোমার সৌখিন সাম্রাজ্য,
যেখানে ভেঙে যেতো তোমার হাসির আড়ালে উর্মি উচ্ছলতা,
উড়ে যেত প্রজাপতিরর দল তোমাকে ছুঁয়ে,
মেঘের চলার পথ বদল করে তোমাকে সিক্তবস্ত্রে আবৃত করতো।
অনেক প্রাপ্তি কখনো কখনো ঘুনে ধরা সমাজ তৈরী করে।
যে চঞ্চল প্রান ছিলো হাতের মুঠোয় তাকে ত্যাগ করে বৈষ্ণবী হয়ে
প্রাপ্তির খাতায় অংক তুলেছি, সেই হিসাবের খাতা এখন আর
ফিরিয়ে দিতে পারে না ধূমায়িত চায়ের কাপে বেহিসাবি আড্ডার কর্নেডের সুর।
এখন শুধুই গীর্জার কোরাস সংগীত, আজানের সুর
আর মন্দিরের মন্দিরার শব্দে কেটে যায় যুগ
আমাদের সেই মৌলিক দিন, আমার সেই যৌগিক দিন,
তোমার সেই সরল সঙ্গীত হারিয়েছি বিবর্তনের পথে।
আজও কোন সুখের হিমালয়ে বসে পথ খুঁজে ফিরি
ফেলে আসা সেই সবুজ পৃথিবীর যেখানে
জীবন ছিলো উপভোগ্য, বিবাদ গুলো ছিলো ভালোবাসার মোড়কে
অার আমরা ছিলাম স্বাধীন অতিথি বলাকা।
চৌরঙ্গীর দিন খুবলে খেয়ে নিয়েছে আমাদের সাজানো দিন,
দিয়েছে কল্পনার ধূসর জগৎ কৃষ্ণগহ্বরের মাঝে।
অনেক গুলোন শব্দ অনেক সময়ের অনুভূতি একটি সাদা পাতা।
অসাধারণ কবিতা খেয়ালী ভাই। মুগ্ধতা।
ধন্যবাদ ভাই
মন্দিরের মন্দিরার শব্দে কেটে যায় যুগ
আমাদের সেই মৌলিক দিন, আমার সেই যৌগিক দিন,
তোমার সেই সরল সঙ্গীত হারিয়েছি বিবর্তনের পথে।
___ অসাধারণ প্রিয় বন্ধু খেয়ালী মন। অসাধারণ।
ধন্যবাদ ভাই
ভালো থাকবেন
স্মৃতি আর স্বপ্নময়তা। ভাল লিখেছেন মন দা। আজকাল বেশ অনিয়মিত হয়ে পড়েছেন। এক সময় শব্দনীড়ে আপনার সরব উপস্থিতি খুব ভাল লাগতো। উপভোগ করতাম।
এটা ঠিক যে খুব অনিয়মিত
আসলে সময় হয়ে উঠে না তাই
ভালো থাকবেন