সারাজীবন খাবেন বসে
পাবেন আরাম ভারি-
যাচ্ছে পাড়ায় ফেরিওয়ালা
হাঁকিয়ে গলা তারই।
কৌতুহলে ঘরের বউ আর
আবালবৃদ্ধ সবে-
প্রশ্ন করে- ক্যামনে গো রে
এমনটি ভাই হবে?
ঘাড় নাড়িয়ে মুখ বাড়িয়ে
চোখের কোণে হেসে-
ফেরিওয়ালা একটু দেরি
করেই বলে শেষে।
বুলিটি নয় মোটেই ফাঁকা,
একশ টাকা দিয়ে-
সারাজীবন খাবেন বসে
পিঁড়িটি যান নিয়ে।
হাহাহা। আসলেই তো তাই। এক পিঁড়ি'তে এক শ' বছর।
ধন্যবাদ দাদা
ভীষণ মজা পেলাম শংকর দা।
ধন্যবাদ সৌমিত্রদা
বুলিটি নয় মোটেই ফাঁকা,
একশ টাকা দিয়ে-
সারাজীবন খাবেন বসে
পিঁড়িটি যান নিয়ে।
ধন্যবাদ রিয়াদি