হারিয়ে_গেছে_অণুগল্প_৫০৭

ফজরের আজান শেষ। চোখ খোলে কণা। ডানে তাকায়। দেখে, শিহাব নেই। শূণ্য বিছানা। তারপরও ছুঁয়ে দেয়। শিহাবের জায়গাটায়। বেশ উষ্ণ। এইমাত্র উঠল বোধহয়।

সময় কেটে যায়…

পূবের জানালায়। কারও ছায়া পড়ে। সেদিকে তাকায়। ভেজা চুলের শিহাব। চা’র কাপ হাতে। জগিং শেষ। আজকাল এটাই রুটিন। সাথে টুকটাক কাজ। টেক কেয়ার? নাকি ‘শো-অফ’?

শিহাবকে দূর্বোধ্য লাগে। কণার কাছে আজকাল।

দূর্বোধ্য মানুষটা সামনে। ভূবন ভোলানো হাসি! মুগ্ধ হয় কণা। সময় গড়ায়। মুগ্ধতা বাড়ে। একসময়। দূর্বোধ্যতা মিলিয়ে যায়। শিহাব সহজ হয়। এভাবেই কাটছে জীবন। কোমলে কঠোরে মিলানো। দূর্বোধ্য শহুরে জীবন।

কণার নিজের বিছানায়। মন খারাপের সকালবেলায়। হঠাৎ উপলব্ধি আসে,
– শিহাব!
– বড্ড ভালবাসতো আমায়!

‘এখন বাসে না?’ মন প্রশ্ন করে। নিশ্চুপ কণা জানায়,
– জানি না।

স্ক্যালপেলের তীক্ষ্ণ অগ্রভাগ। শিহাবের হৃদয় চেরে। এরপর খুঁজতে থাকে,
– কোথায়?
– ভালোবাসাগুলো গেলো কোথায়? :(

______________________
#মামুনের_অণুগল্প
#হারিয়ে_গেছে_অণুগল্প_৫০৭

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

6 thoughts on “হারিয়ে_গেছে_অণুগল্প_৫০৭

  1. মুরুব্বী ভাইয়ের মতো শিহাব চরিত্রটি আমারও বেশ পছন্দের।
    শুভেচ্ছা মহ. আল মামুন ভাই। 

    1. আপনার পছন্দের কথা শিহাবকে জানিয়ে দেয়া হয়েছে। লেখকও জেনে খুশী হয়েছেন। ধন্যবাদ প্রিয় কবিদা'https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. শুধু কি অণুগল্প !! মনে হলো যাপিত জীবনের গল্প পড়ে চলেছি গল্প দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. বেশ ভালো লাগলো জেনে প্রিয় রিয়া দিদি। সাথে থাকার শুভেচ্ছা রইলো। ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।