উপন্যাসের রাত্রি

উপন্যাসের রাত্রি

কৃষ্ণপক্ষের রাতে বায়বীয় আঁধারে
শুনতে পাই বাতাসের শিরশির।

মেঘে ঢাকা সন্ধ্যাতারাগুলি
ঘন আঁধারের বসনের আড়ালে
জড়িয়ে রেখেছে চোখের পাতা।

অনুরাগের মুর্চ্ছনায় বিবশ মনের কথা
বিশ্বাসের রৌদ্রে পোড়া মনকে
ছুঁয়ে যায় ভ্রমরের গান নীলিমা।

অজস্র শিলালিপি ছড়ানো চোখের
সমান্তরাল মেঘে ঢাকা পড়ে যায়
নক্ষত্রদের উপন্যাসের রাত্রি।

দ্বিধাহীন সত্ত্বাগুলি আবার ফিরে পায়
বিগত দিনের আশা ও সৌরভ।

3 thoughts on “উপন্যাসের রাত্রি

  1. অজস্র শিলালিপি ছড়ানো চোখের
    সমান্তরাল মেঘে ঢাকা পড়ে যায়
    নক্ষত্রদের উপন্যাসের রাত্রি। ___ চমৎকার কবিতা প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমাদের প্রতি রাত্রি যদি উপন্যাসের রাত্রি হতো !! দারুণ প্রিয় দিদি ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।