♥বিরহ ২♥
কখনো দেখিনি তোমায়
আমার এ অধম নয়নে
অনুভবে দেওয়া নেওয়া
প্রাণ রাখতে এ জীবনে
প্রিয়া গো আমার।
তুমি কেবল আমার সাথে
করিলে ছলনাময় খেলা
দিবে পাড়ি আপন বাড়ি
ফুরাইলে ভবের বেলা
সোনা গো তোমার।
দেখিতেনা পাইলে তোমায়
কেমনে রাখিব ধরে হৃদয়ে
মহান রব মালিক তোমার
কেমনে থাকিবে হৃদয়ে
আমার। তুমি গো প্রিয়া।
অনুভবে আমার জীবন
অনুভবেই সব
অনুভবহীনে বিদায় নিবো
তলপ দিলে মহান মালিক রব
তোমায় ছাইড়া দিয়া।
বিরহের শোককে শক্তিতে পরিণত করতে হবে প্রিয় কবি মি. কালাম হাবিব। শুভ সকাল।
আসসালামু আলাইকুম!
নিশ্বাসের বিশ্বাস নাই
তাই তো সবে বিরহে যাই
শ্বাস প্রশ্বাসের বিরহ বলে….
শুভেচ্ছা জানাই !
লিখা আর প্রচ্ছদ মিলিয়ে যথেষ্ঠ সুন্দর একটি কবিতা হ|য়ছে। অভিনন্দন কবি কালাম ভাই।
শুভেচ্ছা শুভেচ্ছা এবং শুভেচ্ছা প্রিয় কবি দা।