তোমার জন্য

তোমার জন্য জীবন দেবো
পয়সা দিতে পারবো না,
সুখের সময় আছি পাশে
দুঃসময়ে ডাকবে না।

অর্থ বিত্ত আছে বলে
তোমার বন্ধু হয়ে রই,
পকেট খালি লোকের সঙ্গী
হবার বোকা আমি নই।

মিথ্যা কথা বললে তাকে
সহ্য করতে পারি না,
যদিও আমি নিজে একটাও
সত্য কথা বলি না।

সারাজীবন সহযোগিতা
সবার কাছে পেতে চাই,
নেবার জন্য তৈরী সদা
দেবার বেলায় আমি নাই।

দাও আমাকে সব দিয়ে দাও
করো আমায় ধন্য,
আমার কাছে নাই কিছু নাই
তোমায় দেবার জন্য।

6 thoughts on “তোমার জন্য

  1. দাও আমাকে সব দিয়ে দাও
    করো আমায় ধন্য,
    আমার কাছে নাই কিছু নাই
    তোমায় দেবার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সবই তার মতো হলে সব না দিয়েও নাই নাই করেও না দিয়ে দেয়া ভালো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

  3. এই না হলে স্বার্থপরের সার্থক রাজনীতি !! এই মানুষগুলোতেই ছেয়ে যাবে সংসদ। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।