ভালোবাসা নির্বাচন ২০১৮

সরকারি, বেসরকারী, গোপন, প্রকাশ্য জরিপের ভিত্তিতে
জানি, তোমাকে ছাড়া বহতা ব্যস্ত জীবন হবে স্তব্ধ নদী।
কোনো ভালোবাসা সেতু নির্মিত হবে না, স্যাটেলাইট উড়বে না,
বেশুমার লুটপাট হবে ভালোবাসার ব্যাংক, স্টক মার্কেট।
তোমার বৈধতা ছাড়া হতে পারে মধ্যম আয়ের হৃদয় উন্নয়ন স্থবির,
মনের ব-দ্বীপ হানা দিতে পারে ভালোবাসা চেতনা বিরোধী গোষ্ঠী।
সাংবিধানিক বাধ্যবাধকতায় তাই দিতেই হবে
বছর শেষে, বহু প্রতীক্ষার ভালোবাসা নির্বাচন।

তোমাকেই মনোয়ন প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী
এমন কি চাও যদি নখদন্তহীন রাষ্ট্রপতি পদ -তাতেও।
মনোয়ন বোর্ডে শুধু রেখেছি নিজেকে,
পকেটস্থ ইসি, সিইসি, কমিশনার, ও সব নির্বাচনী যন্ত্র।
কঠিন প্রতিদ্বন্দ্বী, বিদ্রোহী প্রার্থী বিহীন সাজাবো সাধের নির্বাচন,
চাইনা কোনোই বিরূপ শব্দ সন্ত্রাস।
তোমার মনোয়ন কনফার্ম হৃদয় রাজধানীর সব আসনেই,
এসো, নির্বাচিত হও বিনা ভোটে, ‘হে ভালোবাসা জননী’।

তোমাকে পেতে নির্বাচনের প্রাক্কালে নিষিদ্ধ সব নাগরিক অধিকার,
বাক্ ব্যক্তি স্বাধীনতা থাকুক অন্তরীণ স্বৈরাচারী কারাগারে।
ঐক্যমত্য পোষণের নাগরিক শাসন বাতিল ঘোষিত আজ,
যদি সোনার হরিন হারায় জবাবদিহিতার নিষ্পেষণে!
তাই সাবধান, বিন্দুমাত্র বিক্ষোভে হবে নির্বাচন ভণ্ডুল,
দখল নেবে সেনাবাহিনী, হেলমেট বাহিনী, দলীয় দস্যু এই সতেজ ব-দ্বীপ।
তাই এসো বাহুডোরে, অবাধ্য মরুভুমিসম তৃষিত হৃদয় আমার,
নজির বিহীন উন্নয়নে আরো পাললিক করো ভোটারবিহীন নির্বাচনেই।

7 thoughts on “ভালোবাসা নির্বাচন ২০১৮

  1. তোমার মনোয়ন কনফার্ম হৃদয় রাজধানীর সব আসনেই,
    এসো, নির্বাচিত হও বিনা ভোটে, ‘হে ভালোবাসা জননী’।

    সময় ২০১৪ হলে ঠিক আছে। ২০১৮ হলে কষ্টতর হবে যতটুকু জেনেছি। :)

    1. রিয়াদি,
      সালাম ।আমিতো জানিই আমি অকবি ।ভালো কবিতা লিখতে পারিনা ।তাই বলে এতো ভুল বুঝলেন আমার কবিতা ! আমিতো নিখাদ একটা ভালোবাসার কবিতা লিখতে চাইলাম এই নষ্ট সময়ে !আমাদের নির্বাচন নিয়ে কিন্তু কিছু লিখতে চাইনি । ভালো থাকুন ।

  2. ভালোবাসা নির্বাচন ২০১৮ অশুদ্ধ থেকে আরও বেশী শুভ আর গ্রহনীয় হোক খন্দকার ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সৌমিত্র দা, 
      অনেক ভালো লাগলো আপনার মন্তব্যে ।আপনার নোট ইশ (হসন্ত দিতেই পারলাম না ।আপনি কেমন করে দিলেন !)কবিতাটা পড়তে পড়তেই ভেবেছিলাম এই কবিতার শুরুটা । তারপর কেমন করে যেন কবিতাটা হয়েও গেলো । আপনার কবিতাটা না পড়লে হয়তো এই কবিতার কথা মাথাতেই  আসতো না। সেজন্য একটা বড় ধন্যবাদ নেবেন । ভালো থাকুন ।

  3. এসো, নির্বাচিত হও বিনা ভোটে, ‘হে ভালোবাসা জননী’। যন্ত্র কৌশলে নির্বাচিত হয়তো হবেন আমাদের ভালোবাসার জননী। তবে জনমানুষের মন থেকে নয়। লুটপাটে।

    বিবেক প্রতিবন্ধীদের নাগপাশের মানুষ সর্বদা শোষক এবং মোবাহাবিষ্ট লোভী। পাপী।

    1. মুরুব্বী,
      আমার ভালোবাসার কবিতাটা নিয়ে দেখি জাতীয় আন্তর্জাতিক ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে !আমিতো একটা নিখাদ  প্রেমের কবিতা লিখতে চাইলাম ! কোনো জন নেতা নেত্রীর কথাতো কবিতায় বলতে চাইনি । অনেক ধন্যবাদ মন্তব্যে । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।